সংক্রমণ নিয়ন্ত্রণে এবার দু’সপ্তাহের কার্ফু জারি করল কর্ণাটক

0
2

বেলাগাম সংক্রমণ৷ এই মুহুর্তে লকডাউন চলছে রাজধানী দিল্লিতে। কার্ফু জারি করেছে মহারাষ্ট্র, ঝাড়খণ্ড, তেলেঙ্গানাও। এবার করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দু’সপ্তাহের কার্ফু (curfew) জারি করল কর্ণাটক (Karnataka) সরকার। প্রসঙ্গত, গত ২৪ ঘণ্টায় কর্ণাটকে আক্রান্ত হয়েছেন ৩৪ হাজার জন।

সোমবার মন্ত্রিসভার জরুরি বৈঠক শেষ করে কর্ণাটকের মুখ্যমন্ত্রী বিএস ইয়েদুরাপ্পা জানিয়েছেন, আগামিকাল, মঙ্গলবার রাত ৯টা থেকে এই কার্ফু জারি হবে। আগামী ১৪ দিন জারি থাকবে লকডাউন। অত্যাবশ্যকীয় পরিষেবাগুলি কেবল সকাল ৬টা থেকে বেলা ১০টা পর্যন্ত পাওয়া যাবে। ১০টায় সমস্ত দোকান বন্ধ করে দিতে হবে। বন্ধ থাকবে সমস্ত গণপরিবহন। একমাত্র নির্মাণকার্য, উৎপাদন ও কৃষিকাজের ক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী বলেছেন, কর্ণাটকের করোনা পরিস্থিতি মহারাষ্ট্র ও দিল্লির থেকেও খারাপ। এই মুহুর্তে দেশে করোনায় তৃতীয় বিপর্যস্ত রাজ্য হিসাবে কর্ণাটকের নাম এসেছে।

Advt