২৯ এপ্রিল বীরভূমে নির্বাচন। তার আগেই গরু পাচার কাণ্ডে তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলকে তলব করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। CBI আগামীকাল অর্থাৎ মঙ্গলবার কলকাতার নিজাম প্যালেসে অনুব্রত মণ্ডল ও তাঁর এক সহযোগীকে হাজিরা নির্দেশ দিয়েছে। এর প্রতিবাদে সরব হয়েছেন তৃণমূল সুপ্রিমো।
CBI দাবি করেছে, তাঁদের হাতে প্রমাণ রয়েছে। এদিন CBI-এর নোটিশ পাওয়ার পরেই অনুব্রতর তরফে পাল্টা ই-মেল করে জানানো হয়েছে, আগামী ২৯ তারিখ বীরভূমে ভোট থাকায় তিনি ব্যস্ত রয়েছেন৷ তাই ভোটের পরে হাজিরা দেওয়ার জন্য কেন্দ্রীয় তদন্তাকারী সংস্থার কাছে সময় চেয়েছেন বীরভূমের জেলা তৃণমূল সভাপতি৷
আরও পড়ুন-বিজেপির কথায় চলছে কমিশন, তবে জিতছে তৃণমূলই: শেষ নির্বাচনী সভায় আত্মবিশ্বাসী মমতা
অনুব্রতকে তলব প্রসঙ্গে এদিন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাফ বলেছেন, ‘কাল কেষ্টর বাড়িতে গিয়েছে। কেন ২৭ তারিখ সিবিআই অফিসে যাবেন? কোভিড নিয়ে একটা দলের জেলা সভাপতির বাড়িতে চলে যাচ্ছে। আমি কেষ্টকে বলেছি, একদম যাবি না। নির্বাচনের কাজে বাধা দিতে এজেন্সিকে দিয়ে এসব করাচ্ছে।’






































































































































