এই প্রথমবার তাঁর ভোট দেওয়া হল না। তিনি বুদ্ধদেব ভট্টাচার্য , পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং বর্ষীয়ান বাম নেতা। ( exe Chief minister budhdev Bhattacharya) . কলকাতার বালিগঞ্জ কেন্দ্রের ভোটার তিনি। এর আগে ২০১৯-এর লোকসভা নির্বাচনের সময়ও ভোট দিতে গিয়েছিলেন। সে সময় শারীরিক অসুস্থতা নিয়েও তিনি নিজেই নিজের ভোটটা দিয়েছিলেন । কিন্তু ব্যতিক্রম হয়ে গেল ২০২১। এ বছর শরীর আর তাঁর সঙ্গ দিল না। অথচ আর অন্য কোনও উপায় নেই। নির্বাচন কমিশন এবছর নিয়ম করেছে বয়স ৮০ পার হলে সংশ্লিষ্ট ভোটারের বাড়িতে গিয়ে তাঁর ভোট নিয়ে আসা হবে। কিন্তু বুদ্ধবাবুর বয়স ৮০-র বেশি নয়। তাই কমিশনের সে -সুযোগ থেকেও তিনি বঞ্চিত হলেন। প্রাক্তন মুখ্যমন্ত্রী দীর্ঘ দিন ধরেই কার্যত শয্যাশায়ী। অসুস্থ শরীরে পুরোপুরি গৃহবন্দি তিনি। সম্প্রতি শরীর একটু বেশি মাত্রায় খারাপ হওয়ায় হাসপাতালেও ভর্তি হতে হয়েছিল তাঁকে। এবার তাই অসুস্থতার কারণেই বাড়ি থেকে বেরতে পারবেন না তিনি। এমনিতেই এখন কোভিড পরিস্থিতি রাজ্যে। তাই বুদ্ধদেব ভট্টাচার্যের মত রোগীদের ক্ষেত্রে এই অবস্থায় কোনোমতেই বাড়ির বাইরে বেরোনো উচিত না। তাই এই প্রথমবার তিনি নিজের মত দান থেকে বিরত রইলেন ।