নির্বাচন কমিশনের গাফিলতিতে প্রাণ হারালেন মহিলা ভোটকর্মী

0
3

ভোটের দায়িত্ব নেওয়াই হল না। আসানসোলে ভোট সরঞ্জাম বিতরণ কেন্দ্রে এসে মৃত্যু হল এক এক মহিলা ভোটকর্মীর। এই ঘটনায় ভোটকর্মীদের চিকিৎসা পরিষেবা নিয়ে অভিযোগ উঠেছে। যদিও তা মানতে চায়নি প্রশাসন।

সোমবার রাজ্যের সপ্তম দফার ভোট। ভোটের কাজে যোগ দিতে ডিসিআরসি আসানসোল ইঞ্জিনিয়ারিং কলেজে গিয়েছিলেন দুর্গাপুরের রূপনারায়ণপুর প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা অসীমা মুখোপাধ্যায়। প্রবল গরমে সেখানেই অসুস্থ হয়ে পড়েন তিনি। মেডিক্যাল টিম না আসায় কিছুক্ষণ পরে অসীমাকে গাড়িতে চড়িয়ে নিয়ে যাওয়া হয় আসানসোল জেলা হাসপাতালে। সেখানে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।

সহকর্মীদের অভিযোগ, DCRC-তে হাজার হাজার ভোটকর্মীর জন্য ছিল না কোনও মেডিক্যাল টিম। এছাড়াও করোনার মধ্যে প্রচণ্ড গরমে হাজার হাজার ভোটকর্মীর জন্য কোনও চিকিৎসকের ব্যবস্থা করেনি কমিশন।

আরও পড়ুন- রাত পোহালেই রাজ্যে ভোট সপ্তমী, ভবানীপুর-সহ একাধিক নজরকাড়া কেন্দ্র

Advt