অবসরের কথা ঘোষণা করলেন মিতালি রাজ, ২০২২ বিশ্বকাপের পরেই ক্রিকেটকে বিদায় জানাবেন তিনি

0
3

অবসরের কথা ঘোষণা করলেন মিতালি রাজ(mithali raj)। ২০২২ সালের বিশ্বকাপের( 2022 world cup) পরই অবসর নেবেন তিনি। শনিবার একটি ভার্চুয়াল বই উদ্ধোধনি অনুষ্ঠানে এমনটাই জানালেন ভারতীয় দলের এই ক্রিকেটার।

এদিন মিতালি বলেন,” ২০২২ সালের বিশ্বকাপের পরই সব ধরনের ক্রিকেট থেকে অবসর নেব। কারণ শরীর এবং মন আর সায় দিচ্ছে না। গত ২১ বছর ধরে আন্তর্জাতিক ক্রিকেট খেলছি। বুঝতে পারছি ২০২২ সালেই কেরিয়ারের শেষ রচনাটা তৈরি হবে। প্রতিদিনই একটু একটু করে বয়স বাড়ছে। তাই ফিটনেসের গুরুত্ব বুঝি।”

১৬ বছর বয়সে দেশের জার্সি গায়ে অভিষেক ঘটেছল মিতালি রাজের। সেই শুরু। টি-২০ ক্রিকেট থেকে সরে গিয়েছেন আগেই। তবে এই মুহুর্তে একদিনের দলের অধিনায়ক মিতালি। একাধিক রেকর্ড রয়েছে তাঁর ঝুলিতে।

আরও পড়ুন:ব্রেকফাস্ট স্পোর্টস

Advt