আজ সকালেই লকডাউন শেষ হওয়ার কথা ছিল। কিন্তু দিল্লির করোনা পরিস্থিতি ভয়াবহ। তাই সোমবার ডিডিএমএ-এর সঙ্গে একটি বৈঠক করেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। তাতেই আরও এক সপ্তাহ লকডাউন বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়।
প্রতিদিনই লাফিয়ে লাফিয়ে বাড়ছে সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় দিল্লিতে করোনায় মৃত্যু হয়েছে ৩৫৭ জনের ৷ আক্রান্ত হয়েছে ২৪১০৩ ৷ হাসপাতালে বেড নেই, অক্সিজেনের অভাবে মারা যাচ্ছে বহু রোগী। এই অবস্থাকে সামাল দিতে হিমশিম করছে কেজরিওয়াল সরকার। একাধিকবার এই চূড়ান্ত অব্যবস্থার জন্য মোদির বিরুদ্ধে সরব হয়েছেন তিনি। কিন্তু কিছুতেই মহামারির রাশ টানা যাচ্ছে না। প্রাথমিক পর্বে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এক সপ্তাহের লকডাউনের কথা ঘোষণা করেছিল দিল্লি সরকার। কিন্তু তাতেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আসেনি। তাই লকডাউন বাড়িয়ে ৩ মে পর্যন্ত করা হয়েছে।
 
 
 
 
 
 
 
 
 





























































































































