শনিবার মালদাতে সভা করেছিলেন বিজেপির(bjp) মিঠুন চক্রবর্তী( Mithun chakraborty)। তা নিয়ে বিতর্কও হয়। এবার প্রচারের শেষদিন সোমবার তার পাল্টা দিতে মালদার ময়দানে তৃণমূল (tmc) নামাচ্ছে কুণাল ঘোষকে,( kunal ghosh) যিনি একদা মিঠুনঘনিষ্ঠ ছিলেন। সোমবার তিনটি সভা করবেন কুণাল। মালদা, ইংরেজবাজার ও বৈষ্ণবনগরে। সঙ্গে থাকবেন ডাঃ মানস ভুঁইঞা ও সুজাতা মন্ডল।
তৃণমূলসূত্রে খবর, এই আসনগুলি তারা জেতার জায়গায় আছে বলেই বিজেপি শেষ মুহূর্তে কুৎসা করতে নেমেছে। তাই প্রচারের শেষদিন পাল্টা কামান দাগার আয়োজন হচ্ছে। কোভিডবিধি মেনেই সভা হবে।




































































































































