অক্সিজেনের জোগান চালু রাখতে রাজ্য সরকারের সহযোগিতায় অক্সিজেন কনসেনট্রেটর কিনছে কলকাতা পুরসভা। শহরের সবক’টি সেফহোমে সেগুলি রাখা হবে। প্রাথমিকভাবে ১০০টি অক্সিজেন কনসেনট্রেটার কেনার পরিকল্পনা নেওয়া হয়েছে। এক একটির দাম পড়বে আনুমানিক ৪৫ হাজার টাকা।
ইতিমধ্যেই অক্সিজেন কনসেনট্রেটর কেনার জন্য টেন্ডার করা হয়েছে ও বিভিন্ন নির্মাতা সংস্থার সঙ্গে কথা হয়েছে । আগামী সপ্তাহ থেকেই সেফহোমগুলিতে এই অক্সিজেন কনসেনট্রেটর শুরু করা হবে ।
দ্রুততার সঙ্গে এই যন্ত্র কেনার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। রাজ্যের পুর ও নগর উন্নয়নমন্ত্রী ফিরহাদ হাকিম জানিয়েছেন, করোনার দ্বিতীয় ঢেউয়ে প্রতিদিনই বহু মানুষ আক্রান্ত হচ্ছে। বেড়ে যাওয়া অক্সিজেনের চাহিদা মেটাতে রাজ্য সরকার অক্সিজেন কনসেনট্রেটর কেনার পরিকল্পনা নিয়েছে। এই যন্ত্রগুলি পোর্টেবল হওয়ার জন্য ব্যবহারের ক্ষেত্রে অনেক সহজ। নির্মাতা সংস্থাগুলির সঙ্গে কথাবার্তাও হয়েছে।
সেফহোমগুলিতে যে করোনা আক্রান্ত ব্যক্তিরা থাকবেন, তাঁদের শ্বাসকষ্ট দূর করতে এগুলি ব্যবহার করা হবে । শহরের সবক’টি সেফহোমে এই অক্সিজেন কনসেনট্রেটর রাখা হবে ।
যন্ত্রগুলি অক্সিজেন উৎপাদন করে । চাহিদা অনুযায়ী অসুস্থ ব্যক্তিদের অক্সিজেন সরবরাহ করা হবে এই যন্ত্র থেকে । এই যন্ত্র আকারে ছোট হওয়ার ফলে সহজেই যে কোনও জায়গায় রাখা যায় । এই যন্ত্রগুলি ছোট আকারে পোর্টেবল হওয়ার ফলে ব্যবহারের ক্ষেত্রে অনেক সহজ ।
Sign in
Welcome! Log into your account
Forgot your password? Get help
Password recovery
Recover your password
A password will be e-mailed to you.