রাজস্থানের কাছে ম‍্যাচ হেরে দলের ব‍্যাটিংলাইনকেই কাঠগড়ায় তুললেন মর্গ‍্যান

0
6

রাজস্থান রয়‍্যালসের ( rajasthan royals)কাছে ম‍্যাচ হেরে দলের ব‍্যাটিংলাইনকেই কাঠগড়ায় তুললেন কলকাতা নাইট রাইডার্স ( kkr) অধিনায়ক ইয়ন মর্গ‍্যান( eoin morgan)। শনিবার রাজস্থান রয়‍্যালসের কাছে ৬ উইকেটে হারের কেকেআর। ম্যাচ হেরে ব্যাটিং ব্যর্থতার দিকেই আঙুল তুললেন নাইট অধিনায়ক।

প্রথম ম‍্যাচে জয়ের পর, এখনও জয়ের মুখ দেখেনি ইয়ন মর্গ‍্যানের দল। দলের পরপর ব‍্যর্থতা কাটা ছেড়া করতে গিয়ে দলের ব‍্যাটিংকেই তুলে ধরলেন তিনি।

এদিন সাংবাদিক সম্মেলনে মর্গ‍্যান বলেন,” ব্যাটিংই ডোবাল আমাদের। গোটা ইনিংসেই আমাদের সেই তাগিদটা ছিল না। শুরু থেকে আমরা পিছিয়ে ছিলাম।”

শুধু ব‍্যাটসম‍্যানদের নয়, পিচও যে সাহায্য করেনি বলে মনে করছেন মর্গ‍্যান। পিচ নিয়ে মর্গ‍্যান বলেন,” গত কয়েকটা ম্যাচে আমরা ভাল উইকেট পেয়েছিলাম। কিন্তু এই ম্যাচের উইকেট খুব ভাল ছিল না। কঠিন চ্যালেঞ্জ ছিল এই উইকেটে। আমরা সেটা নিতে পারিনি।”

আরও পড়ুন:অবসরের কথা ঘোষণা করলেন মিতালি রাজ, ২০২২ বিশ্বকাপের পরেই ক্রিকেটকে বিদায় জানাবেন তিনি

Advt