নির্বাচন কমিশনের (Election commission) বিধিভঙ্গের অভিযোগে বৈষ্ণবনগর (Baishnab nagar) কেন্দ্রের বিজেপি (BJP) প্রার্থী আশিস মণ্ডলের (Ashish Mondal) বিরুদ্ধে FIR করেছে নির্বাচন কমিশন ৷ ওই কেন্দ্রের রিটার্নিং অফিসার (Returning officer) দেবজিৎ বোস বৈষ্ণবনগর থানার ভারপ্রাপ্ত অফিসারের কাছে লিখিতভাবে এই FIR করে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণের অনুরোধ করেছেন৷
আরও পড়ুন- করোনা আক্রান্ত বহু নার্স ও অ্যাসিটেন্ট সুপার, সুরক্ষা বিধি কঠোর করতে বৈঠক মুখ্য নির্বাচন কমিশনারের
রিটার্নিং অফিসারের ওই FIR-এ বলা হয়েছে, শনিবার বৈষ্ণবনগর হাইস্কুল ময়দানে বিজেপি প্রার্থীর সমর্থনে বিজেপির ‘তারকা-প্রচারক’ মিঠুন চক্রবর্তীর (Mithun Chakraborty) একটি সভা করার অনুমতি দেওয়া হয়৷ বলা হয়, নির্বাচন কমিশনের নির্দেশ অনুসারে এই সভায় কোনও অবস্থাতেই ৫০০ লোকের বেশি জমায়েত করা যাবে না৷ রিটার্নিং অফিসারের অভিযোগ, নির্দিষ্ট সময়ে কমিশনের প্রতিনিধিরা বৈষ্ণবনগর হাইস্কুল ময়দানে বিজেপির ওই সভাস্থলে গিয়ে লক্ষ্য করে কমিশনের জমায়েত-বিধি অমান্য করে কমপক্ষে ২০০০ মানুষের জমায়েত করা হয়েছে৷ বৈষ্ণবনগর থানাকে রিটার্নিং অফিসার বলেছেন, কমিশনের বিধি ভঙ্গ করেছেন বিজেপি প্রার্থী আশিস মণ্ডল৷
কমিশনের এই FIR-এর পর পুলিশের পদক্ষেপের দিকেই এখন নজর রাজনৈতিক মহলের৷