ভোটে কারচুপি না হলে তৃণমূলই জিতবে: নিশ্চিত নচিকেতা

0
1

গানের মাধ্যমেই নচিকেতা চক্রবর্তী বুঝিয়েছিলেন তিনি বামপন্থী। কিন্তু একুশের বিধানসভা নির্বাচনে তৃণমূলের হয়ে প্রচার করতে দেখা গিয়েছে তাঁকে। নচিকেতার স্পষ্ট কথা, “আমি আদতে স্বাধীন বামপন্থী। নিজস্ব কোনও দল আমার নেই।” পাশাপাশি তিনি এও বলেছেন, বামপন্থার সমস্ত গুণ মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে তিনি দেখতে পান। এই কারণে তিনি মুখ্যমন্ত্রীর পাশে।

এদিন নচিকেতার সামনে সাংবাদিকদের প্রশ্ন ছিল, দেশ অতিমারির বিরুদ্ধে লড়ছে কিন্তু প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী একজোট হয়ে লড়ছেন এ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। সত্যিই তিনি এতটা প্রভাবশালী? নচিকেতার বললেন, “সবার কৌতূহল, কেন আমি মুখ্যমন্ত্রীর পাশে! আশা করি উত্তর মিলেছে। শুধুমাত্র মুখ্যমন্ত্রীকে ঠেকাতে বাংলায় ২২ বার ছুটে এলেন নরেন্দ্র মোদি। অমিত শাহ তো নিত্য যাত্রী। কেবল রেশন কার্ডটাই নেই তাঁদের।” নচিকেতার আর বললেন, বুথে, ইভিএম-এ কারচুপি না হলে শাসকদলই জিতবে। পাশাপাশি লোকসভা নির্বাচনেও বিজেপির ১৮ টি আসনে জয়ের পিছনে নচিকেতা মনে করেন সেবারেও ইভিএমে কারচুপি হলেও হতে পারে।

আরও পড়ুন-কমিশনের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ, পর্যবেক্ষকদের চ্যাটের নথি নিয়ে সুপ্রিম কোর্টে যাবেন মমতা

বিভিন্ন কঠিন সময়ে নচিকেতা গান তৈরি করে শ্রোতাদের জন্য। এবারেও দেশের কঠিন সময়ে তিনি গান তৈরি করবেন বলেই জানান এদিন। আর মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে তিনি সবসময় থাকবেন বলেও জানান।

Advt