‘ASK ME ANYTHING’ : ফেসবুক লাইভে অভিষেক

0
1

বিজেপির ‘বহিরাগত’ নেতারা বাংলা দখলের লক্ষ্যে বারবার এ রাজ্যে আসছেন। করোনার বাড়-বাড়ন্তে তাঁদের চিন্তা নেই। গত বছর অতিমারি পরিস্থিতিতে বাংলার মানুষের পাশে বিজেপির নেতা-কর্মীদের দেখা যায়নি। তখন তৃণমূলের সৈনিকরাই রাজ্যবাসীর দিকে সাহায্যের হাত বাড়িয়েছিল। আজ করোনার গ্রাফ যখন ঊর্ধমুখী তখন বিজেপির বহিরাগত নেতারা বাংলা দখলের লক্ষ্যে বাংলায় আসছেন নিয়মিত। এ রাজ্যের মানুষের জীবন, মৃত্যু নিয়ে তাঁরা বিন্দুমাত্র ভাবিত নন। এই চাঁচাছোলা বক্তব্য নির্বাচনী প্রচারে বারবার স্মরণ করিয়ে দিয়েছেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার সাফ কথা, বাংলার মানুষ জানে তাদের বিপদে, দুঃখে তাদের পাশে সারা বছর থাকবেন তাদের নিজের মেয়ে মমতা বন্দ্যোপাধ্যায়-ই, কোনও বহিরাগত নেতা নয়।

আরও পড়ুন-দেশে করোনা পরিস্থিতি উদ্বেগজনক, একদিনে আক্রান্তের সংখ্যা ৩ লক্ষ ৪৬ হাজার ৭৮৬

আজ, শনিবার এমনই যে কোন বিষয়ে আপনার প্রশ্নের উত্তর দিতে ফেসবুক লাইভে থাকবেন তৃণমূল যুব সভাপতি। সন্ধে ৭ টায় নিজের ফেসবুক পেজে সরাসরি যে কোনও প্রশ্নের উত্তর দেবেন তিনি। ‘ASK ME ANYTHING ‘ শীর্ষক এই লাইভ অনুষ্ঠানে রাজ্যের নির্বাচন, বর্তমান কোভিড পরিস্থিতিতে কেন্দ্রের ভূমিকা, নির্বাচন কমিশনের ভূমিকার মতো যে কোনও প্রশ্নের উত্তর দেবেন সাংসদ অভিষেক। তাই এখন থেকেই প্রস্তুত হন ফেসবুক লাইভে কোন প্রশ্ন আপনি করবেন তৃণমূল যুব সভাপতিকে।

Advt