রাজ্যে বেলাগাম করোনা সংক্রমণ। স্বাস্থ্য মন্ত্রকের প্রকাশিত রিপোর্ট অনুযায়ী করোনায় আক্রান্ত হয়েছেন ৩ লাখ ৪৬ হাজার ৭৮৬ জন। মৃত্যু সংখ্যাতেও রেকর্ড। ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ২৬২৪ জনের। তবে তার মধ্যেই চলছে টীকাকরণ। এতদিন নির্দিষ্ট বয়ঃসীমার মধ্যেই চলছিল টিকাকরণ। অবশেষে মে মাস থেকে ১৮ বছরের ঊর্ধ্বে সকলেই টিকা নিতে পারবেন। আর এর মধ্যেই সোশ্যাল মিডিয়ায় গুজব উঠেছে, মহিলাদের টিকা নেওয়ার ক্ষেত্রে একটা সমস্যা রয়েছে । ঋতুস্রাব (Menstrual Cycle) বা পিরিয়ডস শুরু হওয়ার পাঁচ দিন আগে বা পরের সময়কালের মধ্যে নাকি টিকা নেওয়া উচিত নয়।তবে এনিয়ে কী বলছেন চিকিৎসকেরা?

সত্যিই কী ঋতুস্রাবের সঙ্গে টিকার সম্পর্ক আছে? চিকিৎসকরা জানাচ্ছেন, এ একথায় নিছকই গুজব বা রটনা ছাড়া আর কিছুই নয়। শনিবার প্রেস ইনফরমেশন অফ ব্যুরো একটি টুইট করে সকলকে এবিষয়ে অবগত করেছে। কেন্দ্রীয় সরকারের সংস্থার তরফে পরিষ্কার বলা হয়েছে, যে ‘ফেক’ অর্থাৎ ভুয়ো পোস্ট সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে । ঋতুস্রাব শুরু কিংবা শেষে পাঁচদিনের মধ্যে মেয়েদের টিকা নেওয়া উচিত নয় বলে, কোনও মহিলা যাতে বিভ্রান্ত না হন, তা সাফ জানিয়েছে কেন্দ্র।
পোস্টে পরিষ্কার লেখা হয়েছে, ‘‘১৮ বছরের ঊর্ধ্বে সকলেই ১ মে-র পর টিকা নিতে পারবেন। ২৮ এপ্রিল নাম নথিভুক্ত করার প্রক্রিয়া শুরু হবে cowin.gov.in-এ।’ একাধিকবার সাবধান করা সত্ত্বেও বহু মানুষ না জেনে বুঝেই সেগুলিতে বিশ্বাস করেন।তবে এ ধারণা সম্পূর্ণ ভিত্তিহীন।







































































































































