আবারও হার কলকাতা নাইট রাইডার্সের(Kkr)। শনিবার রাজস্থান রয়্যালসের( rajasthan royals) কাছে ৬ উইকেটে হারল ইয়ন মর্গ্যানের দল। রাজস্থানের হয়ে দুরন্ত বোলিং ক্রিস মরিসের।

হার লেগেই রয়েছে নাইট শিবিরের। শনিবার রাজস্থানের বিরুদ্ধে ঘুরে দাড়াতে চেয়েছিল কেকেআর। কিন্তু কোথায় কি। এদিনও হারের মুখ দেখল মর্গ্যান বাহিনী। এদিন টসে জিতে বল করার সিদ্ধান্ত নেন রাজস্থান অধিনায়ক সঞ্জু স্যামসন। প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভারে ৯ উইকেট হারিয়ে ১৩৩ রান করে কেকেআর। এদিনও ব্যাট হাতে ব্যর্থ হয় মর্গ্যান, শুভমন গিলরা। নাইট বাহিনীর হয়ে সর্বোচ্চ রান করেন রাহুল ত্রিপাঠী। ৩৬ রান করেন তিনি। শুভমন করেন ১১ রান। নিতীশের ঝুলিতে আসে ২২ রান। মর্গ্যান করেন শূন্য। রাজস্থানের হয়ে চার উইকেট নেন ক্রিস মরিস। একটি করে উইকেট নেন উনাদকাট, চেতন শাকারিয়া এবং মুসতাফিজুর রহমান।
জবাবে ব্যাট করতে সহজে তুলে নেয় সঞ্জু স্যামসনের দল। দুরন্ত ব্যাটিং করেন রাজস্থান অধিনায়ক। ৪২ রান করে অপরাজিত তিনি। ২২ রান করেন জৈয়সওয়াল। শিভম দুবের ঝুলিতেও আসে ২২ রান। নাইটদের হয়ে দুটি উইকেট নেন বরুণ চক্রবর্তী। একটি করে উইকেট নেন শিভম মাভি এবং প্রশিধ কৃষ্ণা।
আরও পড়ুন:৪৮ তম জন্মদিনে বিশেষ বার্তা সচিনের






































































































































