সকল আমেরিকাবাসীর টিকা না হওয়া পর্যন্ত ভারতে ভ্যাকসিনের কাঁচামাল না পাঠানোর সিদ্ধান্ত আমেরিকার

0
6

“আপনি বাঁচলে বাপের নাম”! মার্কিন প্রশাসনের (US Goverment) পক্ষ থেকে ভারতকে স্পষ্ট জানিয়ে দেওয়া হলো, আগে আমেরিকার সমস্ত মানুষকে করোনা টিকা (Corona Vaccine ) দেওয়া হবে। তারপর তা রপ্তানি (Export) করা হবে ভারতে। এক্ষেত্রে বাউডেন সরকারের সিদ্ধান্ত একেবারেই অমূলক নয়, আগে নিজের দেশের মানুষকে বাঁচিয়ে তারপর অন্যদিকে তারা যে তাকাবে সেটাই স্বাভাবিক। কিন্তু দুর্ভাগ্য, এই ছোট্ট বিষয়টা বুঝতে পারেন না ভারতের প্রধানমন্ত্রী (PM) নরেন্দ্র মোদি (Narendra Modi)।

করোনার দ্বিতীয় ঢেউ (Corona Second Wave){আছড়ে পড়ার পর সবচেয়ে বেশি আক্রান্ত ভারতবাসী। শুরু হয়েছে মৃত্যু মিছিল। টিকা নেই, অক্সিজেন নেই। অথচ, কিছুদিন আগে পর্যন্ত এদেশ থেকে বিদেশে লক্ষ লক্ষ টাকা রপ্তানি করেছে মোদি সরকার। যা অদূরদর্শীতার সামিল।

আমেরিকা টিকার কাঁচামাল (Vason Raw Material) রফতানিতে বিধিনিষেধ এনেছে। এই মহামারীর সময়, কেন এমন কঠোর সিদ্ধান্ত নিল জো বাইডেনের প্রশাসন! যেখানে বন্ধু দেশ ভারতের মানুষ টিকা পাচ্ছেন না, মৃত্যু মিছিল লেগেছে। সেখানে আমেরিকা স্পষ্ট জানিয়ে দিয়েছে, নিজের দেশবাসীর টিকাকরণ প্রক্রিয়া শুরু হয়েছে। তাই রফতানিতে নিষেধাজ্ঞা আনা হয়েছে।

তবে ভারত একাধিকবার আমেরিকার কাছে এই নিষেধাজ্ঞা তুলে নেওয়ার জন্য অনুরোধ করেছে। কিন্তু, আমেরিকার স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র নেড প্রাইস জানিয়েছেন, ”এই মুহূর্তে আমেরিকায় জোরকদমে চলছে টিকা দেওয়ার কাজ। তাতে যাতে ঘাটতি না পড়ে সেদিকে খেয়াল রাখতে হবে। আগামী ৪ জুলাইয়ের মধ্যে আমেরিকার প্রত্যেককে টিকা দেওয়ার লক্ষ্য নিয়েছে দেশ। তাই এই মুহূর্তে রফতানি করা যাবে না টিকার কাঁচামাল। আগে দেশের মানুষের কথা ভাবা হচ্ছে। তাই টিকার কাঁচামাল রফতানিতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।’’

আরও পড়ুন:দলের খেলায় ক্ষুব্ধ রোহিত, ঘুরে দাড়াতে মরিয়া মুম্বই ব্রিগেড

Advt