আমার গায়ে শক্তি আছে, করোনাকে মেরে দিচ্ছি: দিলীপ ঘোষ

0
6

যার শরীর দুর্বল, তাকে করোনা আক্রমণ করবে। আমাকে অ্যাটাক করতে পারছে না কারণ আমার গায়ে শক্তি আছে। করোনাকে মেরে দিচ্ছি। মালদার নির্বাচনী প্রচারে করোনা-বাণী দিলীপ ঘোষের (dilip ghosh)। যদিও এর আগে তিনি নিজেই করোনা (corona) আক্রান্ত হয়েছিলেন। তবে করোনাকে কাবু করে ফেলতে কী কী করণীয় জনগণকে তার দাওয়াই দিয়েছেন বিজেপি রাজ্য সভাপতি। তাঁর পরামর্শ: গরম জল ও গরম খাবার খান।শরীরের ভেতরটা গরম। তাই গরম গরম খেলে তাড়াতাড়ি হজম হয়। আপনি যদি ঠান্ডা খান তবে শরীরের তাপ চলে যাবে। শক্তি চলে যাবে। তাই এই সময় গরম জলটা খেলে ভাল হয়। যতটা তেষ্টা পাবে জল খান। এর পাশাপাশি ভেষজ পাঁচন খাওয়ার পরামর্শও দেন দিলীপ ঘোষ। বলেন, সকালে উঠে কাঁচা আদা, কাঁচা হলুদ, তুলসী পাতা খেয়ে নিন। এটা করোনা মোকাবিলার জন্য ভাল। এছাড়া কাপড় দিয়ে মাস্ক বানিয়ে নিন। পুরানো কাপড়, নতুন কাপড়। বাচ্চারা অবশ্যই বাইরে বেরোলে মাস্ক পরবে। যদিও তাৎপর্যপূর্ণভাবে দিলীপ ঘোষের মুখে এদিন কোনও মাস্ক দেখা যায়নি। তবে রাজনৈতিক আলোচনার পাশাপাশি সংকটের দিনে বিজেপি রাজ্য সভাপতি যে সচেতনতার বার্তা দিলেন তা সাধুবাদযাগ্য

 

Advt