ভয়াবহ সংকটেও কালোবাজারি, দিল্লিতে ব্যবসায়ীর বাড়ি থেকে উদ্ধার প্রচুর অক্সিজেন সিলিন্ডার

0
2

দেশজুড়ে করোনা পরিস্থিতি(coronavirus situation) ভয়াবহ আকার নিয়েছে। অক্সিজেনের(oxygen) হাহাকারও মানুষের মধ্যে আতঙ্ক বাড়িয়ে তুলেছে। দিল্লির বেশিরভাগ হাসপাতালে অক্সিজেনের অভাব চোখে পড়ার মতো। তবে কঠিন এই সময়েও অক্সিজেনের কালোবাজারিও ব্যাপক বেড়েছে রাজধানীতে। এবার নয়াদিল্লির(New Delhi) এক ব্যবসায়ীর বাড়ি থেকে উদ্ধার হল ৪৮ সিলিন্ডারে অক্সিজেন। দেশের বিপর্যয়ে অক্সিজেন নিয়ে কালোবাজারি করা অভিযুক্ত ওই ব্যবসায়ীকে গ্রেফতার করেছে দিল্লি পুলিশ।

আরও পড়ুন:স্বস্তির খবর, জার্মানি থেকে আসছে ২৩ টি ভ্রাম্যমান অক্সিজেন উৎপাদনকারী প্ল্যান্ট

পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার দিল্লি পুলিশের কাছে খবর আসে অনিল কুমার নামে এক ব্যবসায়ী তার বাড়িতে অক্সিজেন মজুত করছে ও চড়া দামে কালোবাজারে বিক্রি করছে। খবর পেয়েই সঙ্গে সঙ্গে ওই ব্যবসায়ীর বাড়িতে হানা দেয় পুলিশ। এবং ওই ব্যবসায়ীর বাড়ি থেকে উদ্ধার হয় ৩২ টি বড় এবং ১৬ টি ছোট অক্সিজেন সিলিন্ডার। পুলিশের জেরা অনিল জানায় তিনি অক্সিজেন ব্যবসায়ী। এবং শিল্পক্ষেত্রে অক্সিজেন সরবরাহের কাজ করেন। যদিও কোনো রকম বৈধ লাইসেন্স দেখাতে না পারায় তাকে গ্রেফতার করে পুলিশ। পরে পুলিশি তদন্তে জানা যায় অভিযুক্ত ওই ব্যক্তি বড় সিলিন্ডার থেকে ছোট ছোট সিলিন্ডারে অক্সিজেন ভরে তা ১২০০০ টাকায় বিক্রি করছিলেন। আদালতের নির্দেশ মেনে ওই অক্সিজেন রোগীদের মধ্যে বিলিয়ে দেয় পুলিশ।

Advt