iকরোনা আক্রান্ত হলেন সাহিত্যিক বুদ্ধদেব গুহ ( budhhadev Guha covid positive )। কয়েকদিন ধরেই তাঁর জ্বর ছিল । করোনা টেস্ট করানো হয়। বৃহস্পতিবার তাঁর কোভিড রিপোর্ট পজিটিভ আসে। এখনো সামান্য জ্বর আছে। ৮৬ বছরের এই বর্ষীয়ান সাহিত্যিককে কলকাতার একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি করানো হয়েছে। বুদ্ধদেব গুহর শারীরিক অবস্থা আপাতত স্থিতিশীল বলে নার্সিংহোম সূত্রে জানানো হয়েছে। রিপোর্ট পজিটিভ আসার পর প্রথমে তিনি একটি হোটেলের সেফ হোমে ছিলেন। তবে শারীরিক অবস্থার কিছুটা হেরফের হওয়ায় শনিবার তাঁকে একটি বেসরকারি নার্সিংহোমে স্থানান্তরিত করা হয়। বুদ্ধদেববাবুর কন্যা এবং ড্রাইভারও করোনায় আক্রান্ত। পারিবারিক সূত্রে জানা গিয়েছে, গত এক বছর ধরে এই বর্ষীয়ান সাহিত্যিককে অত্যন্ত সাবধানে রাখা হয়েছিল। তিনি নিজেও ভীষণভাবে সতর্ক ছিলেন যাতে কোনোভাবেই করো না না ছুঁতে পারে । তবু কোভিডে আক্রান্ত হলেন। যদিও তার শারীরিক আর অন্য কোনও সমস্যা নেই বলেই জানা গিয়েছে। এখনও কোনও অসুবিধে হচ্ছে না তাঁর।

































































































































