করোনা সংক্রমণে গোটা বিশ্বকে ছাপিয়ে শীর্ষে ভারত। গত ২৪ ঘন্টায় আক্রান্ত হয়েছেন রেকর্ড সংখ্যক মানুষ। প্রাণ হারিয়েছেন ২৬২৪ জন। দেশের সঙ্গে সঙ্গে রেহাই পাইনি বাংলাও। গত ২৪ ঘন্টায় রাজ্যেও রেকর্ড সংখ্যক মানুষ করোনা আক্রান্ত হয়েছেন। একদিকে যখন সংক্রমণ লাফিয়ে লাফিয়ে বাড়ছে অন্যদিকে তীব্র সংকট দেখা দিয়েছে কোভিড ভ্যাকসিনের। রাজ্যের একাধিক জেলায় লম্বা লাইন দিয়েও ভ্যাকসিন মিলছে না। সেরকমই প্রতিষেধকের দ্বিতীয় ডোজ় নিতে গিয়ে খালি হাতে ফিরতে হল শিলিগুড়ির সিপিএম প্রার্থী অশোক ভট্টাচার্যকে। ভ্যাকসিন সেন্টারে গিয়ে তাঁকে শুনতে হল যে করোনা টিকা নেই।
করোনায় আক্রান্ত হয়েছিলেন। সেরেও উঠেছেন। করোনার প্রথম ডোজ পেয়েছিলেন। কিন্তু দ্বিতীয় ডোজ নিতে গিয়ে অশোক ভট্টাচার্যকে শুনতে হল, ‘টিকা নেই।’ অশোক ভট্টাচার্য বলেন, ‘করোনা মোকাবিলায় প্রশাসন ঠিক মতো কাজ করতে পারছে না। সবেতেই ঢিলেমি দেখা যাচ্ছে। করোনার টিকা মানুষকে দেওয়া হচ্ছে না। হাসপাতাল গুলি বলছে টিকা শেষ হয়ে গেছে। করোনা আক্রান্ত হলে সেই রোগীদের হাসপাতালে ভর্তি করা যাচ্ছে না কারণ বেড নেই। অক্সিজেন সিলিন্ডারের পর্যাপ্ত যোগানও নাকি নেই। আমিও দ্বিতীয় ডোজ নিতে গিয়ে পাইনি’। এ দিন এই সামগ্রিক সমস্যার কথা জানিয়ে শিলিগুড়ি পৌর নিগমে প্রশাসকের কাছে স্মারকলিপিও জমা দেয় বামেরা।
আরও পড়ুন- মানিকতলায় মুখোমুখি তৃণমূল-বিজেপির সভা, তুমুল উত্তেজনা