দেশজুড়েই চলছে করোনার দাপট। অক্সিজেনের অভাবে মারা যাচ্ছে তাজা প্রাণ। শুক্রবার অক্সিজেনের অভাবে ২৪ জন আক্রান্ত মারা দিয়েছে। তাই অক্সিজেনের ঘাটতি মেটাতে জার্মানি (Germany) থেকে নিয়ে আসা হচ্ছে অক্সিজেন উৎপাদনকারী প্ল্যান্ট (Oxygen Plant)। এই প্ল্যান্টিকে সহজেই এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া যায়। ভ্রাম্যমান ও উচ্চক্ষমতাসম্পন্ন এই প্ল্যান্ট প্রতি মিনিটে ৪০ লিটার এবং প্রতি ঘণ্টায় ২৪০০ লিটার অক্সিজেন উৎপাদন করবে। প্রতিরক্ষা মন্ত্রকের তরফে জানানো হয়েছে, এরকম ২৩টি অক্সিজেন প্ল্যান্ট আর এক সপ্তাহের মধ্যেই ভারতে এসে পৌঁছবে ।করোনার ভয়াবহ পরিস্থিতিতে খানিকটা হলেও স্বস্তির খবর শোনাল কেন্দ্র।
করোনা মোকাবিলায় চিকিৎসা ও পরিষেবার জন্য সেনাবাহিনীর সাহায্য নেওয়া হবে বলে আগেই জানিয়েছেন দেশের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং । শুক্রবারই বেগমপেট থেকে বায়ুসেনার সি-১৭ বিমানে ৮টি ক্রায়োজেনিক অক্সিজেন কন্টেনার নিয়ে আসা হয়। আরও একটা সি-১৭ বিমানে (IAF C 17) উন্দোর থেকে জামনগরে উড়িয়ে নিয়ে আসা হয় এমনই ১ টি কন্টেনার (Container)। বায়ুসেনার সি-১৩০ (IAF C 130) বিমানে অসমের জোরহাট থেকে হিন্দন অবধি উড়িয়ে নিয়ে যাওয়া হয় Rapid Action Medical Team এর যন্ত্রপাতিও।
শুক্রবার প্রতিরক্ষামন্ত্রকের এক মুখপাত্র জানান, দেশের বিভিন্ন রাজ্যের সেনা হাসপাতালগুলিতে জার্মানি থেকে আনা ওই ২৩টি ভ্রাম্যমাণ অক্সিজেন উৎপাদনকারী প্ল্যান্ট রাখার ব্যবস্থা করা হয়েছে। জানা গেছে, বায়ুসেনার ওই প্ল্যান্টগুলি দেশে নিয়ে আসবে বলে নির্দেশ দিয়েছেন প্রতিরক্ষামন্ত্রী।








































































































































