“১৫ আগস্ট নয়, এটাই সময় দেশভক্তি দেখানোর”, করোনামুক্ত হয়ে বললেন সোনু সুদ

0
1

একেবারে শুরুতে দেশে করোনা পরিস্থিতি(Corona situation) যখন মানুষকে আতঙ্কের সাগরে ডুবিয়ে দিয়েছিল তখন তারকা তকমা ছেড়ে মাঠে নেমে পড়েছিলেন সোনু সুদ(Sonu Sood)। রুপোলি পর্দার খলনায়ক বাস্তব জীবনে দেশবাসীর কাছে হয়ে ওঠেন রিয়েল হিরো। পরিযায়ী শ্রমিকদের(migrate worker) বাড়ি ফেরানো চিকিৎসা থেকে শুরু করে সমস্ত কিছুর একটাই সমাধান সোনু সুদ। যদিও করোনা দ্বিতীয় ঢেউয়ে মারণ এই ভাইরাসে আক্রান্ত হন তিনি। তবে আপাতত সুস্থ হয়ে উঠেছেন। এরপরই দেশের ভয়াবহ এই বিপদে ‘দেশ ভক্তি’ নিয়ে টুইটারে বার্তা দিলেন সোনু সুদ।

শুক্রবার এক টুইটে সনু সুদ লেখেন, ‘১৫ অগাস্ট যাঁরা দেশ ভক্তি দেখান, তাঁদের জন্য বার্তা, দেশের জন্য কিছু করার বা দেশভক্তি দেখানোর এর থেকে ভালো সময় আর আসবে না।’ অবশ্য এই প্রথমবার নয় এর আগেও দেশের কঠিন সময়ে মানুষকে এগিয়ে আসার আবেদন একাধিকবার জানিয়েছেন তিনি। বিভিন্ন ধর্মীয় আচারকে সাধারণ মানুষের ভালোর জন্য ব্যবহার করার বার্তা দিয়েছেন সোনু। এর আগে শিবরাত্রির সময় তিনি লেখেন, ‘দয়া করে ভগবান শিবের ছবি ফরোয়ার্ড করবেন না। বরং মহা শিবরাত্রি পালন করতে চাইলে জন্য এমন কাউকে সাহায্য করুন যাঁর সাহায্যের প্রয়োজন। ওম নম শিবায়।’

Advt