চেন্নাই সুপার কিংসের ( Chennai super kings)বিরুদ্ধে দুরন্ত লড়াই করেও হারের মুখ দেখতে হয়েছে কলকাতা নাইট রাইডার্সকে( kkr)। সেই ম্যাচে চেন্নাইয়ের পাহাড় সমান রান তাড়া করতে গিয়ে যখন একের পর এক উইকট হারান নাইট বাহিনী, সেখানে দলের হয়ে লড়াই করেন প্যাট ক্যামিন্স ( pat cummins) , আন্দ্রে রাসেলরা। সিএসকের বিরুদ্ধে ব্যাট হাতে লড়াই চালালেও শেষ রক্ষা করতে ব্যর্থ হন ক্যামিন্স। তবে এই হারের ভেঙে পড়তে নারাজ ক্যামিন্স। বরং এই হারের থেকে শিক্ষা নিয়ে দল ঘুরে দাড়াবে বলে মনে করছেন ক্যামিন্স।

এদিন ক্যামিন্স বলেন, “৩১ রানে ৫ উইকেট হারানোর পরেও ২০২ রান করেছি। এতেই বোঝা যায় আমাদের দলের মধ্যে লড়াকু মনোভাব রয়েছে। এ বার বিপক্ষকে সেটা শুধু বুঝিয়ে দেওয়ার পালা। চেন্নাইয়ের বিরুদ্ধে এই হার মানসিক ভাবে আরও চাঙ্গা করেছে আমাদের।”
এরপাশাপাশি ক্যামিন্স বলেন,” রাসেল গত ম্যাচে ও যে মেজাজে খেলছিল সেটাই ওর আসল পরিচয়। তাই ও শেষ পর্যন্ত থাকলে আমরা জয়ী দল হিসেবে মাঠ ছাড়তাম।”
আরও পড়ুন:আইপিএলে প্রথম শতরান করে কী বললেন পারিক্কল ?






































































































































