করোনা বিধি অবিলম্বে কার্যকর করতে হবে নির্বাচন কমিশনকে, নির্দেশ হাইকোর্টের

0
1

কোভিডের আবহে নির্বাচনী প্রচার বন্ধের মামলার শুনানিতে গতকাল কলকাতা হাইকোর্ট নির্বাচন কমিশনের আচরণে ক্ষোভ প্রকাশ করেছিল। এরপরই সন্ধ্যায় নির্বাচন কমিশন সমস্ত রকমের রাজনৈতিক মিটিং-মিছিল, রোড শো করার ওপর নিষেধাজ্ঞা আরোপ করে ।

এবাার  সাধারণ মানুষও যাতে করোনা বিধি মেনে চলে, কমিশনকে তার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট ।
পাশাপাশি হাইকোর্ট গতকাল এই ব্যাপারে হলফনামা চায় কমিশনের কাছে ।
আজ শুক্রবার হলফনামা দিয়ে তাদের বক্তব্য জানিয়েছে নির্বাচন কমিশন । তবে সাধারণ মানুষও যাতে করোনা বিধি পালন করে তার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নির্বাচন কমিশনকে নেওয়ার নির্দেশ দিয়েছেে কলকাতা হাইকোর্ট । শহর-গ্রাম, সর্বত্র মানুষ যাতে মাস্ক ব্যবহার করে সেটা নিশ্চিত করতে হবে কমিশনকে । প্রয়োজনে তার জন্য অফিসার নিয়োগ করতে হবে কমিশনকে ৷ এমনই নির্দেশ প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের ।
এরই পাশাপাশি সাধারণ মানুষ যাতে করোনা বিধি পালন করে, সে ব্যাপারে রাজ্য প্রশাসনকেও সক্রিয় থাকার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট ।
যদিও 500 জনের কম জনসংখ্যা নিয়ে করোনা বিধি মেনে রাজনৈতিক সভা সমাবেশ করার অনুমতি দিয়েছে নির্বাচন কমিশন । কমিশনের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে কলকাতা হাইকোর্ট । আগামী সোমবার এই মামলার পরবর্তী শুনানি ।

Advt