করোনার দাপটে ব্রিটেনের লাল তালিকায় ভারত

0
1

বেলাগাম ভারতের করোনা (covid) সংকট। দৈনিক সংক্রমণ বিশ্বরেকর্ড করেছে। এই পরিস্থিতিতে আগেই ভারত (india) সফর দ্বিতীয়বারের জন্য বাতিল করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। আর এবার আরও একধাপ এগিয়ে আরও কঠোর সিদ্ধান্ত নিল ব্রিটেন (britain)। ভারতকে লাল তালিকাভুক্ত করল তারা।

আরও পড়ুন- করোনা আক্রান্ত কৌশিক-রেশমি, দুষলেন মোদিকে

ভারত থেকে সরাসরি আসা উড়ান বাতিলই শুধু নয়, ভারতে কাটিয়ে অন্য দেশ হয়েও ঢোকা যাবে না ব্রিটেনে। অভূতপূর্ব করোনা সংক্রমণের জেরে এই সিদ্ধান্ত। বলা হয়েছে, ব্রিটেন ও আয়ারল্যান্ডের নাগরিক ছাড়া অন্য কেউ ভারতে দশদিন কাটালেই তাঁকে আর এখন ব্রিটেনে প্রবেশ করতে দেওয়া হবে না।

Advt