দেশে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। এর মধ্যেই বড় ঘোষণা কেন্দ্রীয় সরকারের। কেন্দ্র জানিয়েছে, নিখরচায় ৫ কেজি করে খাদ্যশস্য দেওয়া হবে দেশের ৮০ কোটি মানুষকে।
কেন্দ্রীয় সরকারের তরফে জানান হয়েছে, প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্নযোজনায় চলতি বছরের মে ও জুন মাসে বিনামূল্যে রেশন দেওয়া হবে। ৫ কেজি চাল-গম দেওয়া হবে ৮০ কোটি মানুষকে। সেজন্য ২৬ হাজার কোটি টাকার বেশি খরচ করতে হবে সরকারকে।
আরও পড়ুন-সেন্ট্রাল ভিস্তার বদলে দেশবাসীকে বিনামূল্যে টিকা দিন, মোদিকে কটাক্ষ মহুয়ার
আগামী মে ও জুন মাসে ৮০ কোটি মানুষ বিনামূল্যেই এই রেশন পাবেন। ৫ কেজি করে খাদ্যশস্য দেওয়া হবে তাঁদের। এদিকে আজই ১১টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে বসেন প্রধানমন্ত্রী। বৈঠকে তিনি বলেন, সম্ভাব্য সব রকম উপায়েই অক্সিজেনের ট্যাঙ্কারগুলিকে যাতে দ্রুত হাসপাতালগুলিতে পৌঁছে দেওয়া যায় তার ব্যবস্থা করছে কেন্দ্র। এরই পাশাপাশি প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে, ২৩টি মোবাইল অক্সিজেন প্লান্ট নিয়ে আসা হবে জার্মানি থেকে। এক সপ্তাহের মধ্যেই প্লান্টগুলি চলে আসবে দেশে।