করোনার ছায়া এবার মেট্রোতেও, সোমবার থেকে বাতিল হতে পারে অনেক ট্রেন

0
1

মাত্রই কয়েকমাস আগে স্বাভাবিক ছন্দ ফিরে পেয়েছিল কলকাতা মেট্রো (Kolkata metro)। কিন্তু করোনার দ্বিতীয় ঢেউয়ের ভ্রূকুটিতে ফের ছন্দ পতন ঘটতে চলেছে কলকাতার এই পাতাল সফরে। আগামী সোমবার থেকেই কমিয়ে দেওয়া হতে পারে মেট্রো রেলের সংখ্যা। মেট্রো রেল সূত্রে এ খবর জানানো হয়েছে। জানা গিয়েছে আগামী সোমবার থেকে ২৫৮টির পরিবর্তে চালানো হতে পারে ২৩৮টি মেট্রো। মেট্রোরেল সূত্রে জানানো হচ্ছে, করোনাভাইরাস এর দ্বিতীয় ঢেউয়ের ধাক্কায় বেশ কয়েকজন মেট্রো কর্মী অসুস্থ। তাই বছরের আর পাঁচটা স্বাভাবিক দিনের মতো পরিষেবা বজায় রাখা সম্ভব হচ্ছে না। তাছাড়া করোনা আতঙ্কের জেরে ইতিমধ্যেই যাত্রী সংখ্যা কমতে শুরু করেছে বলে দাবি মেট্রো কর্তৃপক্ষের।