বেলগাছিয়ায় অর্জুন সিংহের সভা ঘিরে ধুন্ধুমার, চলল গুলি

0
1

ভোটের আগে উত্তপ্ত বেলগাছিয়া। বেলগাছিয়া ট্রাম ডিপোর কাছে বিজেপির সভাকে কেন্দ্র করে সংঘর্ষ, গুলিচালনার ঘটনায় ধুন্ধুমার। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছায় যে, গুলি ছুুঁড়তে হয় অর্জুনের নিরাপত্তায় থাকা সিআইআসএফ জওয়ানদের। ঘটনায় তীব্র উত্তেজনা বেলগাছিয়ায়। যদিও সরকারিভাবে এই গুলি ছোঁড়ার কথা অস্বীকার করেছে পুলিশ।

সূত্রের খবর, শুক্রবার সন্ধেবেলা বেলগাছিয়া ট্রাম ডিপোর কাছে একটি জনসভা করেন অর্জুন সিং। ছিলেন কাশীপুর-বেলগাছিয়ার বিজেপি প্রার্থী শিবাজি সিংহরায়। বিজেপির অভিযোগ, সেখানে ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিংয়ের উপর হামলার চেষ্টা করে কয়েকজন। এরা তৃণমূল আশ্রিত দুষ্কৃতী বলে দাবি তাদের। বিজেপি সূত্রে খবর, অর্জুনকে ঘিরে ধরে কয়েকজন। তার জেরে সাংসদের নিরাপত্তার দায়িত্বে থাকা সিআইএসএফ শূন্যে চার রাউন্ড গুলি চালায় বলে খবর। যদিও পুলিশের দাবি, কোনও গুলি চলেনি। স্থানীয়দের প্রশ্ন, তাহলে শব্দ কীসের? এই ঘটনায় তীব্র উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। এই ঘটনার পুরো রিপোর্ট তলব করেছে নির্বাচন কমিশন। তদন্তে নেমেছে পুলিশ। খোঁজ চলছে দুষ্কৃতীদের।

ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিংহের দাবি, প্রশাসনের অনুমতি নিয়েই সেখানে সভা চলছিল। কিন্তু ওই এলাকার কয়েকজন সভামঞ্চে উঠে অশান্তি করার চেষ্টা করে। তাঁর অভিযোগ, দুষ্কৃতীরা গুলি চালায়। তার পরেই বাধ্য হয়ে শূন্যে গুলি চালিয়েছেন তাঁর নিরাপত্তারক্ষীরা।

এই ঘটনায় রাজ্যের শাসক শিবিরের পাল্টা অভিযোগ, শান্ত জায়গাকে অশান্ত করার চেষ্টা করছে গেরুয়া শিবিরই। আর এতে অর্জুন সিংয়ের ইন্ধন আছে বলে তাদের অভিযোগ।

আরও পড়ুন- “১৫ আগস্ট নয়, এটাই সময় দেশভক্তি দেখানোর”, করোনামুক্ত হয়ে বললেন সোনু সুদ

Advt