করোনার জেরে দিল্লির(Delhi) পরিস্থিতি ভয়াবহ। শুক্রবার অক্সিজেনের অভাবে রাজধানীতে মৃত্যু হয়েছে ২৫ জনের। এমন পরিস্থিতির মাঝেই করোনা(coronavirus) মোকাবিলায় রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে বসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেখানেই দেশের প্রধানমন্ত্রীর কাছে হাতজোড় করে অক্সিজেন সংকট থেকে মুক্তি চাইলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল(Arvind Kejriwal)।
এদিন দূরদর্শনে প্রধানমন্ত্রীর সঙ্গে মুখ্যমন্ত্রীদের এই বৈঠকে সবচেয়ে বেশি সরব হতে দেখা যায় দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে। সরাসরি সম্প্রচারে হাতজোড় করে প্রধানমন্ত্রীর কাছে তিনি প্রার্থনা করেন, “দিল্লিতে অক্সিজেনের অভাব সাংঘাতিক। রোগীরা শুধুমাত্র অক্সিজেনের (Oxygen) অভাবে মারা যাচ্ছেন। আপনি দ্রুত পদক্ষেপ করুন। না হলে দিল্লির পরিস্থিতি ভয়ঙ্কর হয়ে উঠবে।’’ পাশাপাশি, দিল্লির মুখে অক্সিজেন নিয়ে আসা গাড়িগুলো শহরে ঢোকার পথে যাতে অন্য রাজ্য না আটকায় তার ব্যবস্থা নেওয়ার অনুরোধ করেন তিনি।
আরও পড়ুন:আগামী ২ মাস দেশের ৮০ কোটি মানুষকে বিনামূল্যে রেশন দেওয়া হবে, জানাল কেন্দ্র
প্রসঙ্গত, করোনার দ্বিতীয় দেবে কার্যত বেহালদশা ভারতের। দেশের স্বাস্থ্য ব্যবস্থার যে কি করুণ পরিস্থিতি তৈরি হয়েছে তা ক্রমশ প্রকট হয়ে উঠেছে মারণ পরিস্থিতিতে। বাকি রাজ্য গুলির সঙ্গে সঙ্গে সবচেয়ে বেহাল অবস্থা তৈরি হয়েছে রাজধানী দিল্লির। শুক্রবার অক্সিজেনের অভাবে দিল্লির হাসপাতালে মৃত্যু হয়েছে ২৫ জনের। গুরুতর এই পরিস্থিতিতে প্রধানমন্ত্রীর কাছে দিল্লির মুখ্যমন্ত্রীর কাতর এই অনুরোধ সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল হয়ে উঠেছে।