বীরভূমে ভোটের আগেই অনুব্রত মণ্ডলকে আয়কর দফতরের নোটিশ

0
1

দিন কয়েক পরেই বীরভূমে নির্বাচন। তার আগেই অনুব্রত মণ্ডলকে (Anubrata Mandal) নোটিশ পাঠাল আয়কর দফতর। চাওয়া হয়েছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ও সম্পত্তির তথ্য। হিসাব বর্হিভূত সম্পত্তি থাকার অভিযোগে এই নোটিশ পাঠানো হয়েছে। শুধু অনুব্রতই নয়, নোটিশ ধরানো হয়েছে তাঁর চার আত্মীয়কেও। এক সপ্তাহের মধ্যে তথ্য জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলে খবর।

কেন নোটিশ পাঠানো হল তাঁদের? আয়কর দফতরের দাবি, আসানসোল, পুরুলিয়া এবং বাঁকুড়া এই তিন জেলাতে হিসাব বর্হিভূত সম্পত্তি রয়েছে অনুব্রত মণ্ডলের। মাসে খানেক আগে এমনই অভিযোগ জমা পড়েছে আয়কর দফতরে। সেই অভিযোগের ভিত্তিতে এই নোটিশ পাঠানো হয়েছে। আয়কর দফতর সূত্রে খবর, আইটি রিটার্ন, ব্যাঙ্কের যাবতীয় ডিটেলস ও কোথায় কোথায় তাদের কত সম্পত্তি রয়েছে তার বিস্তারিত রিপোর্ট চেয়ে নোটিশ পাঠানো হয়েছে। পাশাপাশি বলা হয়েছে, এক সপ্তাহের মধ্যে সমস্ত তথ্য অনুব্রত মণ্ডল ও তাঁর আত্মীয়দের জমা করতে হবে।

আরও পড়ুন- হাতজোড় করে মোদির কাছে অক্সিজেন সংকট থেকে মুক্তির আবেদন কেজরির

Advt