সুস্থ হয়ে দলের সঙ্গে যোগ দিলেন অক্ষর

0
1

অবশেষে দিল্লি ক‍্যাপিটালসের ( Delhi capitals) সঙ্গে যোগ দিলেন অক্ষর প‍্যাটেল(axar patel)। টানা তিন সপ্তাহ চিকিৎসাধীন থাকার পর দলের সঙ্গে যোগ দিলেন তিনি। চলতি মাসের শুরুতে করোনায় আক্রান্ত হন অক্ষর। তারপর  ডাক্তারদের চিকিৎসায় কোয়ারেন্টাইন থাকেন তিনি। তবে এখন পুরোপুরি সুস্থ অক্ষর। এদিন নিজেদের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে সে কথাই জানাল দিল্লি ক‍্যাপিটলস।

এদিন দিল্লি ক‍্যাপিট‍্যালস তাদের টুইটারে লেখেন,” হাসি এবং আলিঙ্গন সব জায়গায়। কারণ বাপু দিল্লি ক‍্যাম্পে যোগ দিয়েছেন।”

রবিবার সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে খেলতে নামবে দিল্লি। তার আগে অক্ষর প‍্যাটেলের দলে যোগ দেওয়া স্বস্তি দিচ্ছে দিল্লি অধিনায়ক ঋষভ পন্থকে। সব কিছু ঠিক থাকলে হায়দরাবাদের বিরুদ্ধে মাঠে নামতে পারেন অক্ষর।

আরও পড়ুন:‘চেন্নাইয়ের বিরুদ্ধে হারের থেকে শিক্ষা নিয়ে দল ঘুরে দাড়াবে’ বলছেন ক‍্যামিন্স

Advt