কলকাতা নাইট রাইডার্সের ( Kkr)বিরুদ্ধে ১৮ রানে জয় পেয়ে এই মুহূর্তে লিগ টেবিলে শীর্ষে চেন্নাই সুপার কিংস( csk)। বুধবার রাতে নাইট বোলারদের বিরুদ্ধে দুরন্ত পারফরম্যান্স করেন রুতুরাজ, ডু প্লেসিরা। ম্যাচে জয় পাওয়ার পর প্রশংসায় সিএসকে অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি( mahendra singh dhoni)।

এদিন সাংবাদিক সম্মেলনে মাহি বলেন,” গত বছর আইপিএলে দারুণ ক্রিকেট খেলেছিল রুতুরাজ। প্রথম ইনিংসের পর আমি ওকে জিজ্ঞাসা করি, ‘আজ কেমন মনে করছো? এমন প্রশ্নের পর সামনের জনের চোখ দেখে বুঝতে হয় সে কী বলতে চাইছে। ঋতুরাজের প্রতিক্রিয়া দেখে এটা বোঝা যাচ্ছিল যে, ও ভাল খেলে কতটা খুশি।”
নাইটদের বিরুদ্ধে জয় পেয়ে লিগ টেবিলের শীর্ষে মাহির সিএসকে। এদিন কেকেআরের ম্যাচ নিয়ে ধোনি বলেন,”এ ধরনের ম্যাচে ব্যাপারটা খুব সহজ। ১৬ ওভারের পর থেকে খেলাটা আমাদের জোরে বোলার আর ওদের ব্যাটসম্যানদের মধ্যে। এই সময় অধিনায়ক হিসেবে তেমন কিছু করার থাকে না। পরিস্থিতি বুঝে এই সময় পরিকল্পনাগুলো ঠিক করে ব্যবহার করতে হয়। যারা তা ঠিক ভাবে করতে পারে তারাই জয় পায়।”
আরও পড়ুন:রাসেল, কামিন্সদের প্রশংসায় নাইট কর্ণধার শাহরুখ খান







































































































































