ভোটের আগেই রাজনৈতিক সংঘর্ষ, আমডাঙায় রাতভর বোমাবাজি

0
3

ষষ্ঠ দফার ভোট শুরুর আগেই সাধনপুর গ্রাম পঞ্চায়েতের রাহানা ১ নম্বর এলাকায় রাতভর বোমাবাজি হয়। এলাকাবাসীর দাবি, তৃণমূল নেতার বাড়ি লক্ষ্য করে প্রায় ১০ থেকে ১২ টি বোমা ফাটানো হয়। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছোয় আমডাঙা থানার পুলিশ। আপাতত এলাকায় টহলদারি চালাচ্ছে কেন্দ্রীয় বাহিনীর পুলিশ।ঘটনাকে ঘিরে উত্তপ্ত হয়ে উঠেছে গোটা এলাকা।

অন্যদিকে কাঁচড়াপাড়া পুরসভার  তৃণমূলের প্রাক্তন কাউন্সিলরের মেরে মাথা ফাটিয়ে দেওয়া হয়। বিজেপি কর্মীদের বিরুদ্ধেই এই মারধরের অভিযোগ করেন আহতের পরিবার। যদিও এই অভিযোগ অস্বীকার করেছে বিজেপি। অন্যদিকে ভোটের আগে উত্তেজনা ছড়িয়েছে নদিয়ার নবদ্বীপেও। নবদ্বীপ পুরসভার ৮ নম্বর ওয়ার্ডে বিজেপির যুব মোর্চার কার্যালয়ে হামলা ও কর্মীদের মারধরের অভিযোগ ওঠে। ২ আহত বিজেপি কর্মীকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এই ঘটনার পেছনে তৃণমূলের আশ্রিত দুষ্কৃতীদের হাত রয়েছে বলে মনে করেছে বিজেপি নেতৃত্ব। কিন্তু অভিযোগ অস্বীকার করে তৃণমূলের পালটা অভিযোগ মত্ত অবস্থায় বিজেপি যুব মোর্চার কর্মীরা হুমকি দিতে শুরু করায় স্থানীয় বাসিন্দারা প্রতিরোধ গড়ে তোলে। ঠিক সেইসময় পালাতে গিয়ে আহত হন বিজেপি কর্মী। ভোটের আগে এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে গোটা এলাকায়।

Advt