‘হেড অন’ আক্রমণে তৃণমূল তারকাদের শুইয়ে দিয়েছেন মিঠুন

0
1

শিবিরবদল, বিশ্বাসঘাতকতা, অকৃতজ্ঞতা নিয়ে তাঁর বিরুদ্ধে কথা উঠতেই পারে। উঠছেও।

কিন্তু ঘটনা হল ভোটের বাজারে সরাসরি রাজনৈতিক আক্রমণের ভাষণে এবার সব দলের সব তারকাকে টেক্কা দিচ্ছেন mithun chakraborty. তিনি যেভাবে খোলাখুলি সরাসরি প্রতিপক্ষকে আক্রমণ করছেন, অতটা আর কেউ করছেন না। বস্তুত মিঠুন শুধু দেখার তারকা নন, শোনার বক্তাতেও পরিণত হয়েছেন।

তারকাদের দেখতে ভিড় হয়। কমবেশি সবার সভায় হচ্ছে। ভিড় কতটা ভোটে যায় বলা মুশকিল। একই মানুষ সব দলের তারকাকেই দেখতে চান। ফলে ভিড় আর ভোট এক হয় না। তবু ক্রাউডপুলার হিসেবে ভোটে তাঁদের লাগে।

সবাই ধরে নেন এই তারকারা হাত নাড়বেন, দুটো ডায়লগ বলবেন। এইটুকুই। এদের কাছ থেকে চড়া রাজনৈতিক বক্তৃতা কেউ আশা করেন না।

কিন্তু মিঠুন বলছেন।
তাঁর শিবিরবদল নিয়ে যত সমালোচনাই থাক, বিজেপির উদ্দেশ্য চরিতার্থ করে দিয়ে যাচ্ছেন তিনি। রাজনীতির কথা বলছেন, সরাসরি তৃণমূলকে আক্রমণ করছেন, শুধু রোড শোতে হাত নাড়া নয়। তিনি মাইক ধরলেও বিজেপির লাভ হচ্ছে। তৃণমূলের কাছে অপ্রিয় হওয়ার ঝুঁকি নিচ্ছেন মিঠুন। এলাকায় বিজেপি কর্মীদের উৎসাহিত করে দিয়ে আসছেন।

বিজেপি শিবিরে মিঠুনের পরেই এই কাজটি করছেন লকেট চট্টোপাধ্যায়। রাজনৈতিক ধার বেড়েছে। বাকি তারকাদের ভাষণ রুটিন ছাঁচে ফেলা।

তৃণমূলের ক্ষেত্রে তারকাদের মধ্যে রাজনৈতিক ভাষণে একনম্বর শতাব্দী রায়। শতাব্দী এখন অনেক পরিণত। তারপর সোহম। মিমি বা নুসরত দুচারটি গরম লাইন বলে হাততালি পেলেও ভাষণে রাজনীতির গভীরতা এবং বাকচাতুর্য কম। দেবের সভায় ভিড় বেশি। প্রচুর লোক। কিন্তু ভাষণ গোল গোল। তৃণমূলের স্কিমের কথা, সমাজের ঐক্যের কথা অনেক। বিজেপিকে আক্রমণ কার্যত শূন্য বা কম।

মিঠুন বা লকেট যেখানে মমতা বন্দ্যোপাধ্যায়কে সরাসরি ইঙ্গিত করে তৃণমূলকে ধুয়ে দিচ্ছেন, তৃণমলের বক্তারা সেখানে কোভিড সচেতনতা থেকে শুরু করে জীবনদর্শন বোঝাতে ব্যস্ত। অধিকাংশ ক্ষেত্রে তারকাদের ভাষণে প্রার্থীরা হতাশ। তাঁদের অন্য বক্তার উপর নির্ভর করে রাজনৈতিক বার্তা দিতে হচ্ছে। এত গোল গোল ভাষণ যে তৃণমূলের কর্মীরাও বিরক্ত হচ্ছেন। আসলে তারকারা বুঝছেন না তাঁদের সামনে যে ভিড়, অন্য দলের তারকা এলেও এঁরাই তাঁকেও দেখতে আসবে। এই নির্বাচনে দরকার স্পষ্ট রাজনৈতিক বক্তা। বিজেপির মঞ্চে মিঠুন তাদের এই চাহিদাটা পূর্ণ করে দিচ্ছেন। বহু জায়গায় মিঠুনের শো ফ্লপ করছে সেটা অন্য কথা, কিন্তু মাইক হাতে মিঠুন যেভাবে স্টেপ আউট করে ব্যাট চালাচ্ছেন, তাতে তারকাদের রাজনৈতিক ভাষণ ও শরীরী ভাষায় নিশ্চিতভাবেই তিনি তৃণমূলের তারকাদের থেকে এগিয়ে।

Advt