“বাবার বয়সী মুকুলবাবুকে সম্মান করি, কিন্তু উনি হেরে গিয়েছেন”, দাবি কৌশনীর

0
1

বাংলায় ম্যারাথন ৮ দফা নির্বাচনের আজ, বৃহস্পতিবার “ভোট ষষ্ঠী”। এই দফায় নজরকাড়া কেন্দ্রগুলির মধ্যে অন্যতম কৃষ্ণনগর উত্তর (Krishnanagar)। এখানে বিজেপি (BJP) প্রার্থী পোড়খাওয়া রাজনীতিবিদ মুকুল রায় (Mukul Roy)। অন্যদিকে, ঘাসফুল শিবিরের প্রার্থী নবাগত কৌশানী মুখোপাধ্যায় (kaushani Mukherjee)। যদিও দুই প্রার্থীর লড়াই বেশ জমজমাট হতে চলেছে বলেই মনে করছে রাজনৈতিক মহল।

এদিন সকাল সকাল মন্দিরে পুজো দিয়ে বুথে বুথে চরকিপাক খাচ্ছেন তৃণমূলের সেলিব্রিটি প্রার্থী কৌশানী। প্রতিপক্ষ হেভিওয়েট মুকুল রায় সম্পর্কে আত্মবিশ্বাসী কৌশানীর মন্তব্য, “জনসংযোগে আগেই হেরে গিয়েছেন মুকুলবাবু। তিনি আমার বাবার বয়সী। ওঁকে সম্মান করি।
দেড়মাস ধরে এলাকায় ঘুরছি। ময়দানে প্রতিপক্ষকে তো দেখাই যায়নি। জনসংযোগে উনি আগেই হেরে গিয়েছেন।”

মুকুল রায়ের মতো হেভিওয়েট প্রতিপক্ষ হলেও জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী কৌশানী। এদিনও তিনি আরও বলেন, “জেতার ব্যাপারে আমি আত্মবিশ্বাসী। চুটিয়ে লড়াই করছি। আজকের দিনটা আমার কাছে পরীক্ষা। এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্বাচন। দিদিকে আবার মুখ্যমন্ত্রী বানাব, সেই শপথ নিয়ে রাজনীতির ময়দানে নেমেছি।”

আরও পড়ুন:অক্সিজেন, ওষুধ, টিকা নিয়ে ২৪ ঘন্টার মধ্যে ‘জাতীয় নীতি’ তৈরির নির্দেশ সুপ্রিম কোর্টের

Advt