বুধবার চেন্নাই সুপার কিংস( csk) ম্যাচে নজির গড়লেন কলকাতা নাইট রাইডার্সের ( kkr)ক্রিকেটার দিনেশ কার্তিক( dinesh kartik)। আইপিএল-এ ২০০তম ম্যাচ খেলে ফেললেন তিনি। ছুয়ে ফেললেন ধোনি, রোহিত শর্মাদের।

আইপিএল-এ দিল্লি ডেয়ারডেভিলস, গুজরাত লায়ন্স, কিংস ইলেভেন পঞ্জাব, মুম্বই ইন্ডিয়ান্স এবং রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের মতো দলে খেলেছেন কার্তিক। আইপিএলে ৩৮৯৫ রান করেছেন তিনি। ঝুলিতে রয়েছে ১৯টি অর্ধ শতরানও।
বুধবার চেন্নাইয়ের বিরুদ্ধে দুরন্ত লড়াই করেন দিনেশ কার্তিক। একটা সময় সিএসকের বোলারদের ঘাম ছুটিয়ে দেন তিনি। ২৪ বলে ৪০ রান করেন কার্তিক।
আরও পড়ুন:বিশ্বে প্রথম, দেশে দৈনিক সংক্রমণ ৩ লাখের বেশি, চিন্তা বাড়াচ্ছে করোনা






































































































































