মন্থর বোলিংয়ের জন্য জরিমানা দিতে হল ইয়ন মর্গ‍্যানকে

0
2

মন্থর বোলিংয়ের জন্য জরিমানা দিতে হল কলকাতা নাইট রাইডার্স( Kkr)  অধিনায়ক ইয়ন মর্গ‍্যানকে( eoin morgan)  । ১২ লক্ষ টাকা কেটে নেওয়া হয় মর্গ‍্যানের পারিশ্রমিক থেকে। বুধবার চেন্নাই সুপার কিংস (chennai super kings) ম‍্যাচে নাইট অধিনায়ক বেশি  সময়  নেওয়ায়, জরিমানা দিতে হল তাকে। এর আগে একই কারণে মহেন্দ্র সিংহ ধোনি এবং রোহিত শর্মারও ম্যাচ ফি কাটা গিয়েছিল।

এদিন আইপিএলের তরফ থেকে বলা হয়েছে, “কলকাতা নাইট রাইডার্স অধিনায়ক ইয়ন মর্গ্যানকে জরিমানা করা হয়েছে, কারণ ম্যাচে মন্থর বোলিং করেছে তারা।”

নিয়ম অনুযায়ী এই অপরাধ আরও দু’বার করলে শুধু জরিমানা নয় এক ম্যাচের জন্য নির্বাসিতও হতে হবে মর্গ্যানকে। দ্বিতীয় বার একই অপরাধ করলে অধিনায়ককে জরিমানা করা হবে ২৪ লক্ষ টাকা এবং দলের বাকি সদস্যদের ম্যাচ পারিশ্রমিকের ২৫ শতাংশ টাকা কেটে নেওয়া হবে।

আরও পড়ুন:সিএসকে ম‍্যাচে রেকর্ড গড়লেন কার্তিক

Advt