রাত পোহালেই ষষ্ঠ দফায় ব্যারাকপুরে নির্বাচন। ঠিক তার আগে ব্যারাকপুরে অতিরিক্ত আরও ১ জন পুলিশ পর্যবেক্ষক নিয়োগ করল কমিশন। চলতি ভোটে ১ জন পর্যবেক্ষককে ১টি বা তার বেশি কেন্দ্রের দায়িত্ব দেওয়া হয়েছে। সেক্ষেত্রে ব্যতিক্রমী বারাকপুর। ওই পর্যবেক্ষক শুধুমাত্র ব্যারাকপুরের ঘটনা নিয়ে কমিশনকে রিপোর্ট দেবেন। প্রসঙ্গত ব্যারাকপুরে (Barrackpore) বুথের সংখ্যা ৪২৫। ওই কেন্দ্রের সব বুথকে স্পর্শকাতর তালিকাভুক্ত করেছে নির্বাচন কমিশন (Election Commission)।
আরও পড়ুন- গত ২৪ ঘণ্টায় করোনা সংক্রমণের সর্বকালীন রেকর্ড বাংলায়! আক্রান্ত ১০ হাজার ৭৮৪, মৃত্যু ৫৮ জনের
রাত পোহালেই রাজ্যে ষষ্ঠ দফার নির্বাচন। চার জেলার ৪৩ আসনে হবে ভোটগ্রহণ। মঙ্গলবার ওই জেলাগুলির জেলাশাসক এবং পুলিশ সুপারদের সঙ্গে বৈঠক করেন রাজ্য মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাব। বৈঠকে কমিশন ৪৩ আসনের মধ্যে বেশ কয়েকটি আসনকে ‘বিশেষ তালিকাভুক্ত’ করা হয়। বিশেষ তালিকায় রয়েছে উত্তর ২৪ পরগনার ব্যারাকপুর, ভাটপাড়া, জগদ্দল, বীজপুর, স্বরূপনগর, আমডাঙা, উত্তর দিনাজপুরের চোপড়া, ইসলামপুর, পূর্ব বর্ধমানের মঙ্গলকোট, কেতুগ্রাম, ভাতার, নদিয়ার করিমপুর, নাকাশিপাড়া। এই আসনগুলিতে অতিরিক্ত কেন্দ্রীয় বাহিনী মোতায়েন হয়েছে। পাশাপাশি পর্যবেক্ষকের সংখ্যাও বাড়ানো হয়েছে। এর মধ্যে শুধুমাত্র ব্যারাকপুর শিল্পাঞ্চলেই ১০৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করেছে কমিশন।
আরও পড়ুন- জয়ের হ্যাটট্রিক চেন্নাই সুপার কিংসের, কেকেআরের বিরুদ্ধে ১৮ রানে জয় সিএসকের




























































































































