কোভিড প্রাণ কাড়ল সীতারাম ইয়েচুরির পুত্রের

0
3

কোভিডে (covid) আক্রান্ত হয়ে মারা গেলেন সিপিএম সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরির (sitaram yechury) বড় ছেলে আশিস ইয়েচুরি। গুরগাঁওয়ের মেদান্ত হাসপাতালে কয়েকদিন ধরে চিকিৎসাধীন ছিলেন তিনি। আজ সকালে মৃত্যু হয় তাঁর। কোভিডের সঙ্গে লড়াই চালিয়ে অবশেষে হার মানলেন আশিস । পুত্রের মৃত্যুসংবাদ জানিয়ে বাবা সীতারাম বলেন, যে চিকিৎসক, নার্স ও শুভানুধ্যায়ীরা এই কঠিন সময়ে পাশে ছিলেন তাঁদের আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।

 

আরও পড়ুন- সকাল সকাল ভোট দিলেন মুকুল-অর্জুন

Advt