করোনা’র (Corona) সেকেন্ড ওয়েভ-এ ত্রস্ত গোটা দেশ৷ ধুঁকছে ভারত। আর এই ভয়াবহ অবস্থায় করোনা আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য অক্সিজেন (Oxygen) ও অত্যাবশ্যকীয় ওষুধের (essential drugs) চরম আকাল৷ অথচ ন্যূনতম হেলদোল নেই কেন্দ্রীয় সরকারের৷
কেন্দ্রের এই ব্যর্থতার কড়া সমালোচনা করে এবার কঠোর পদক্ষেপ করেছে সর্বোচ্চ আদালত (Supreme Court)৷
দেশজুড়ে এই মুহুর্তের ভয়াবহ করোনা পরিস্থিতিতে স্বতঃপ্রণোদিতভাবেই পদক্ষেপ করেছে শীর্ষ আদালত।
অক্সিজেন ও জীবনদায়ী ওষুধের জোগানের মতো জরুরি বিষয় নিয়ে এখনই ‘জাতীয় নীতি’ তৈরির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। করোনা-ভ্যাকসিন সম্পর্কিত বিষয়টিও জাতীয় নীতির মধ্যে রাখতে হবে বলে জানিয়েছেন দেশের প্রধান বিচারপতি৷ সুপ্রিম কোর্ট এদিন বলেছে, “অক্সিজেন সরবরাহ, প্রয়োজনীয় ওষুধ সরবরাহ, টিকা দেওয়ার নীতি এবং প্রক্রিয়া, আমরা এই চারটি বিষয় কেন্দ্রীয় সরকারের কাছ থেকে জানতে চাই”৷
এ বিষয়ে কেন্দ্রকে নোটিশও জারি করা হয়েছেে। ২৪ ঘন্টার মধ্যে এই National Policy তৈরি করতে হবে বলেও জানিয়েছে শীর্ষ আদালত৷
আগামিকাল, শুক্রবার এই মামলার ফের শুনানির দিন ধার্য করেছে সুপ্রিম কোর্ট ৷ শুক্রবারই এ বিষয়ে নিজেদের বক্তব্য জানাতে হবে মোদি সরকারকে।
প্রধান বিচারপতি এস এ বোবডের ( Chief Justice Of India ) নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চ জানিয়েছে, দেশে টিকাকরণের প্রক্রিয়া এবং ধরণ সংক্রান্ত বিভিন্ন বিষয়গুলিও বিবেচনা করে দেখবে সুপ্রিম কোর্ট। একইসঙ্গে অতিমারির মধ্যে হাইকোর্টগুলি লকডাউনের ঘোষণা করতে পারে কিনা, সে দিকটিও খতিয়ে দেখা হবে বলে জানিয়েছে ডিভিশন বেঞ্চ।
আরও পড়ুন:শহিদ মিনার ময়দান থেকে কলকাতার ঘরে ঘরে পৌঁছতে চাইছেন মোদি, জোর প্রস্তুতি বিজেপির
এই স্বতঃপ্রণোদিত মামলার শুনানিতে সাহায্যের জন্যে আইনজীবী হরিশ সালভে ‘আদালত-বান্ধব’ হিসেবে নিযুক্ত করেছেন প্রধান বিচারপতি।