খোলা বাজারে ভ্যাকসিনের (Vaccine) অনুমতি দিয়েছে কেন্দ্র। কিন্তু তাতে দামের বৈষম্য রয়েছে। কেন্দ্র যে দামে ভ্যাকসিন নিয়েছে রাজ্যগুলিকে দিচ্ছে তার থেকে অনেক বেশি দামে। এই নিয়ে বুধবারই জনসভা থেকে সরব হয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Benarjee)। বৃহস্পতিবার, নিজের টুইটার হ্যান্ডেলে (Tweeter Handle ) এই নিয়ে তীব্র আক্রমণ করেন তিনি। বিজেপি(Bjp)-র এক দেশ, এক দলের স্লোগানকে ভর্ৎসনা করে তৃণমূল (Tmc) নেত্রী লেখেন,“এক দেশ, এক দল, এক নেতার পক্ষে সব সময় চিৎকার করে বিজেপি। অথচ প্রাণ বাঁচাতে তাদের ভ্যাকসিনের এক মূল্য থাকছে না।

বয়স, বর্ণ, অবস্থান নির্বিশেষে প্রত্যেক ভারতীয়কে বিনামূল্যে ভ্যাকসিনের প্রয়োজন। কেন্দ্র বা রাজ্যগুলি যেই দাম দিক না কেন কোভিড ভ্যাকসিনের এক মূল্য নির্ধারণ করতে হবে।“

প্রচারসভায় মমতা বলেন, এটা ব্যবসা করার সময়
নয়। ভ্যাকসিনের দামে বৈষম্য রাখা উচিত নয়। কেন্দ্রের থেকে রাজ্যকে বেশি দামে ভ্যাকসিন কিনতে হচ্ছে। শুধু তাই নয়, বেসরকারি হাসপাতালগুলিকে আরও বেশি দাম দিতে হবে। এই সিদ্ধান্তেরও বিরোধিতা করেন মৃখ্যমন্ত্রী। তিনি বলেন, সংকটের সময় ব্যবসা না করে সবার কাছে ভ্যাকসিন পৌঁছনোই কেন্দ্রের লক্ষ্য হওয়া উচিত।




































































































































