গুলি চালানোর অভিযোগ উত্তপ্ত বাগদা, কাঠগড়ায় পুলিশ

0
2

ভোট চলাকালীন গুলি চালিয়েছে রাজ্য পুলিশ এমনটাই অভিযোগ। বাগদা বিধানসভার ৩৫ নম্বর বুথে এই ঘটনা ঘটেছে। পাল্টা আক্রমণ করে পুলিশ কর্মীর উর্দি ছিঁড়ে দেওয়া হয়েছে বলে সূত্রের খবর। ঘটনায় আহত হয়েছেন ৩ জন। বেপরোয়া লাঠিচার্জ করা হয় বলেও অভিযোগ স্থানীয়দের।

৩৫ নম্বর বুথের বাসিন্দা মৃত্যুঞ্জয় সাঁতরা জানিয়েছেন, তিনি বাড়ি ফেরার সময় গুলিবিদ্ধ হয়েছেন। সূত্রের খবর, বাগদা থানার ওসি উৎপল সাহা আক্রান্ত হয়েছেন। তাঁর চিকিৎসা চলছে।

আরও পড়ুন-করোনায় বেহাল দেশ আর বঙ্গে ভোট প্রচারে প্রতিশ্রুতির বন্যা শাহের

সকাল থেকেই দফায় দফায় উত্তেজনা ছড়াছে উত্তর ২৪ পরগণার বিভিন্ন এলাকায়। এবারে বাগদায় গুলি চলার ঘটনায় রীতিমতো রণক্ষেত্রের চেহারা নিয়েছে। সেখানে সকালেই সংঘর্ষে জড়িয়েছিল তৃণমূল-বিজেপির কর্মী-সমর্থকরা। পুলিশ দীর্ঘক্ষণের চেষ্টায় আয়ত্তে আনে পরিস্থিতি। ইতিমধ্যেই এই ঘটনার রিপোর্ট তলব করেছে নির্বাচন কমিশন।

Advt