বাংলার ভোট ষষ্ঠীর নিরাপত্তায় কোথায় কত কেন্দ্রীয় বাহিনী দেখে নিন

0
1

রাত পোহালেই রাজ্যে ষষ্ঠ দফার নির্বাচন (6th phase election)। নজিরবিহীন ৮ দফার বৃহস্পতিবার “মহাষষ্ঠী”! এই পর্বে রাজ্যের ৪ জেলার ৪৩টি আসনে ভোটগ্রহণ সকাল ৭টা থেকে। চলবে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত।

ষষ্ঠ দফার চার জেলার মধ্যে রয়েছে উত্তর ২৪ পরগণা, পূর্ব বর্ধমান, নদিয়া ও উত্তর দিনাজপুর। আর ভোট ষষ্ঠীর নির্বাচনে বুথ পাহারায় ৭৭৯ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী (Central force) মোতায়েন করেছে নির্বাচন কমিশন (EC)।

ষষ্ঠ দফায় কোন কেন্দ্রে কত কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকবে দেখে নিন এক নজরে

আসানসোল-দুর্গাপুর- ১৪ কোম্পানি

বনগাঁ- ৬৯ কোম্পানি

বারাসত- ৫৯ কোম্পানি

ব্যারাকপুর- ১০৭ কোম্পানি

বসিরহাট- ৪০ কোম্পানি

বিধাননগর কমিশনারেট- ৩ কোম্পানি

দক্ষিণ দিনাজপুর- ৩ কোম্পানি

ইসলামপুর- ৮২ কোম্পানি

কৃষ্ণনগর- ১৬২ কোম্পানি

পূর্ব বর্ধমান- ১৪৩ কম্পানি

রায়গঞ্জ- ৯৬ কোম্পানি

৪৩টি আসন থেকে মোট ৩০৬ জন প্রার্থী নির্বাচনে লড়ছেন। এই আসনগুলিতে মোট ভোটারের সংখ্যা ১.০৩ কোটি। এদের মধ্যে ৫০.৫৬ জন মহিলা এবং ২৫৬ জন তৃতীয় লিঙ্গের মানুষ। ষষ্ঠ দফার নির্বাচনের জন্য ১৪,৪৮০ পোলিং বুথের ব্যবস্থা করা হয়েছে।

আরও পড়ুন- “বীরভূমের এসপির মত দশা হবে”, ভোট প্রচারে পুলিশকে হুমকি শুভেন্দুর

Advt