মোদির ভাষণের পর এবার খোলাবাজারে সঙ্কট, টাকা দিয়ে নিতে হবে টিকা

0
1

মঙ্গলবার রাতে জাতির উদ্দেশে ভাষণ ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। মোদির ভাষণের পর খোলাবাজারে ভ্যাকসিনের সঙ্কট। টাকা দিয়ে নিতে হবে টিকা। টিকা কিনতে কেন্দ্রের চেয়ে বেশি টাকা খরচ করতে হবে রাজ্যগুলিকে! সেরাম ইনস্টিটিউট জানালো, তারা রাজ্যগুলিকে প্রতি ডোজ কোভিশিল্ড ভ্যাকসিন বিক্রি করবে ৪০০ টাকায়। কেন্দ্রকে ১৫০ টাকাতেই ভ্যাকসিন বিক্রি করবে। অর্থাৎ কেন্দ্রের চেয়ে বেশি টাকা খরচ করে রাজ্যগুলিকে কোভিড টিকা কিনতে হবে সেরামের কাছ থেকে।

সোমবার কেন্দ্র জানায়, ১৮ বছর বয়স হলেই পাওয়া যাবে কোভিড ভ্যাকসিন। যা শুরু হচ্ছে পয়লা মে থেকে। সেরাম ইনস্টিটিউট জানিয়েছে, তারা প্রত্যেকটি রাজ্যকে প্রতি ডোজ কোভিশিল্ড টিকা বিক্রি করবে ৪০০ টাকায়। তবে কেন্দ্রকে আগের নির্ধারিত মূল্যে অর্থাৎ ১৫০ টাকাতেই ভ্যাকসিন বিক্রি করবে। বেসরকারি হাসপাতালগুলিকে প্রতি ডোজ টিকা কিনতে হবে ৬০০ টাকায়। সেরামের দাবি, বিদেশের চেয়ে অনেক কম দামেই ভ্যাকসিন দিচ্ছে তারা। তারা জানিয়েছে, বিদেশে প্রতি ডোজ টিকার দাম সাড়ে সাতশো থেকে দেড় হাজার টাকা। কেন্দ্রের নয়া নীতি অনুযায়ী, ভ্যাকসিনের অর্ধেক ডোজ কেন্দ্রের জন্য মজুত করে রেখে বাকি অর্ধেক রাজ্য ও বেসরকারি হাসপাতালগুলির মধ্যে ভাগ করে দিতে হবে।

আরও পড়ুন-ম্যান মেড নয়, মোদি মেড ডিজাস্টার: করোনা পরিস্থিতি নিয়ে তোপ দাগলেন মমতা

ভ্যাকসিন প্রস্তুতকারক সংস্থা খোলা বাজারেও বিক্রি করতে পারবে টিকা, এমনটাই সোমবার সিদ্ধান্ত নেয় কেন্দ্র। কেন্দ্রের তরফে জানানো হয়েছে, ভ্যাকসিন প্রস্তুতকারক সংস্থার থেকে সরাসরি টিকা কিনতে পারবে রাজ্য সরকার। প্রস্তুতকারক সংস্থা উৎপাদনের ৫০ শতাংশ খোলাবাজারে ও রাজ্যকে বিক্রি করতে পারবে।

ইতিমধ্যেই বহু রাজ্য থেকে ভ্যাকসিনের ঘাটতির কথা জানা যাচ্ছে। তার মধ্যে ১৮ বছরের ঊর্ধ্বে টিকাকরণ শুরু হলে দৈনিক প্রায় ১২ লক্ষ অতিরিক্ত ডোজের প্রয়োজন পড়বে বলে জানা গিয়েছে। ইতিমধ্যেই কেন্দ্র জানিয়েছে, সেরাম ইনস্টিটিউট ও ভারত বায়োটেককে সাড়ে ৪ হাজার কোটি টাকা অনুদান দেওয়া হবে। সেরাম কর্তা আদার পুনাওয়ালা জানিয়েছেন, ভ্যাকসিন উৎপাদনে গতি বাড়াবে তাঁর সংস্থা। মে মাসের মধ্যেই ১৫ থেকে ২০ শতাংশ অতিরিক্ত কোভিশিল্ড ডোজ বাজারে চলে আসবে বলে দাবি করেছেন তিনি।

Advt