রাজ্যে অক্সিজেনের ঘাটতি রয়েছে। সামলানোর চেষ্টা করছি। এই সুযোগে যাতে অক্সিজেনের দাম না বাড়ে তার জন্যও পদক্ষেপ করা হয়েছে।
ইতিমধ্যেই প্রায় ১ কোটি টিকাকরণ হয়েছে রাজ্যে। আরও ১ কোটি ডোজের আবেদন করেছি কেন্দ্রের কাছে:
রাজ্যে ১৮ বছরের উর্ধ্বে টিকাকরণ শুরু হবে ৫ মে থেকে
এখন মানুষকে সাহায্য করবে না ব্যবসা করবে? এখন ব্যবসা করার সময় নয়, মানুষকে বাঁচানোর সময়৷ কেন্দ্রীয় সরকার দেড়শো টাকা করে পেত, রাজ্য কেন ওই দামে পাবে না? কেন্দ্র যে দামে ভ্যাকসিন কিনতে পারছে, রাজ্যগুলি কেন সেই একই দামে ভ্যাকসিন কিনতে পারবে না?
ভ্যাকসিন কেনার জন্য ইতিমধ্যেই ১০০ কোটি টাকার তহবিল তৈরি রেখেছে রাজ্য সরকার
লক ডাউন হলে মানুষের দুর্ভোগ হয়
লক ডাউনের পথে হাঁটার কথা ভাবছি না। নোটবন্দির মতো গৃহবন্দি করার পক্ষে নই আমি। রাজ্যে এখনই লক ডাউন নয়, বরং মাইক্রো কন্টেইনমেন্ট জোনের উপর জোর দেওয়া হবে
আতঙ্কিত হবে না সাবধানে থাকুন। সেফ হাউসে থাকতে পারেন। নিজের বাড়িতেও নিভৃতবাসে থাকতে পারেন। সেফ হাউসের সংখ্যা বাড়ানো হয়েছে
সেফ হাউস গুলিকে হাসপাতালের সঙ্গে যুক্ত করা হয়েছে। এই মুহূর্তে ১১ হাজার বেড রয়েছে। আগামী দু’দিনে আরও ২ হাজার বেড যুক্ত হবে
SSKM-এ ২৪ ঘণ্টা স্যাটেলাইট কাউন্সেলিং হবে । ১৭ জন চিকিৎসক মিলে এটা করবেন।



































































































































