জৈব সুরক্ষা বলয়ে ক্লান্তি লাগার কারণে দল ছাড়লেন ইংল্যান্ডের ব্যাটসম্যান লিয়াম লিভিংস্টোন( Liam Livingston )। সোমবার রাতেই তিনি দেশে ফিরে গিয়েছেন। মঙ্গলবার রাতে রাজস্থান রয়্যালসের তরফে এই খবর জানানো হয়েছে।

টুইটারে রাজস্থান পক্ষ থেকে জানান হয়, “গত বছর থেকে জৈব সুরক্ষা বলয়ে থেকে লিয়াম লিভিংস্টোন ক্লান্ত, তাই ও দেশে ফিরে গিয়েছে। আমরা ওর সিদ্ধান্তকে বুঝেছি এবং সম্মান করছি। যে কোনও ভাবে ওকে সাহায্য করার জন্য আমরা প্রস্তুত।”
চলতি আইপিএল-এ একের পর এক ধাক্কা খেয়েই চলেছে রাজস্থান রয়্যালস। এর আগে চোটের কারণে ছিটকে গিয়েছেন বেন স্টোকস। চোটের কারণে শুরু থেকেই নেই জোফ্রা আর্চার। এবার লিভিংস্টোন চলে যাওয়ায় চিন্তায় রাজস্থান শিবির।
আরও পড়ুন:ম্যাচ হেরে দলের ব্যাটসম্যানদের কাঠগড়ায় তুললেন রোহিত







































































































































