মোদির দূরদর্শিতার অভাব রয়েছে, করোনা ইস্যুতে প্রধানমন্ত্রীকে তীব্র আক্রমণ পিকের

0
6

করোনা সংকটকে অগ্রাহ্য করে গিয়েছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ভয়াবহ এই সংকটকে সঠিকভাবে বুঝে উঠতে পারেননি তিনি। দূরদর্শিতার অভাব রয়েছে তাঁর। এতদিন অতিমারির বিরুদ্ধে যুদ্ধ জয়ের মিথ্যা দাবি করে এসেছেন তিনি। ঠিক এই ভাষাতেই দেশের প্রধানমন্ত্রীর তীব্র সমালোচনা করে টুইট করলেন তৃণমূলের রাজনৈতিক পরামর্শদাতা প্রশান্ত কিশোর।

https://twitter.com/PrashantKishor/status/1384544102180610049?s=08

দেশে বাড়তে থাকে করোনা পরিস্থিতির মাঝে মঙ্গলবার রাতে জাতির উদ্দেশ্যে ভাষণ দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এরপরই তাকে তীব্র কটাক্ষ করে টুইট করতে দেখা যায় পিকেকে। টুইটারে রীতিমতো আক্রমণ শানিয়ে প্রশান্ত কিশোর লেখেন, ‘যেকোনো সমস্যা সামলাতে মোদি চার ধরনের পন্থা অবলম্বন করেন। ১. প্রথমে সমস্যাটিকে বুঝতে না পেরে দূরদর্শিতার অভাবে সেটিকে অগ্রাহ্য করেন। ২. হঠাৎ বিষয়টির নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিয়ে এসে জয়ের মিথ্যে দাবি করেন। ৩. তারপরও যদি সমস্যা থাকে সে ক্ষেত্রে তা অন্যদের দিকে ঠেলে দেন। ৪. সবশেষে পরিস্থিতির উন্নতি হবে ‘ভক্ত’দের নিয়ে এসে সাফল্যের কৃতিত্ব দাবি করেন।’

Advt