করোনা মহামারি আবহের মধ্যেই রাত পোহালে রাজ্যে ভোট ষষ্ঠী। অর্থাৎ, নজিরবিহীন ও অবৈজ্ঞানিক ৮ দফা নির্বাচনের ষষ্ঠ পর্ব।
এই পর্বে নজরকাড়া কেন্দ্র একনজরে
প্রসঙ্গত ,ষষ্ঠদফার ভোট বহুচর্চিত অনুব্রত মণ্ডলের গড় ও মুকুল রায়ের গড়ের বেশ কয়েকটি জায়গায় হচ্ছে। তবে মুকুল রায় নিজে বিজেপির তরফে প্রার্থী কৃষ্ণনগর উত্তর কেন্দ্রে। এদিকে, এই দফার ভোটে ভাগ্য পরীক্ষা হবে মুকুল পুত্র শুভ্রাংশু রায়ের। যে সমস্ত কেন্দ্র এই ভোটে নজর কাড়বে সেগুলি–
হেমতাবাদ, কৃষ্ণনগর উত্তর, ব্যারাকপুর, বীজপুর, ভাটপাড়া, নৈহাটি, জগদল, মঙ্গলকোট, কেতুগ্রাম, কাটোয়া, ইসলামপুর, আউশগ্রাম, কালিয়াগঞ্জের মতো কেন্দ্রগুলো।
আরও পড়ুন- রাত পোহালেই ৪৩ কেন্দ্রে “ভোট ষষ্ঠী”! দেখুন এক নজরে





























































































































