ঠাকুর বাড়িতে করোনার থাবা! আক্রান্ত প্রাক্তন তৃণমূল সাংসদ মমতা ঠাকুর

0
1

এবার মতুয়া (Matuya) ঠাকুরবাড়িতে (Thakurbari) করোনার (Corona) থাবা। মারণ ভাইরাসের সংক্রমণে বনগাঁর প্রাক্তন তৃণমূল (TMC) সাংসদ তথা অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের সঙ্ঘাধিপতি মমতা ঠাকুর (Mamata Thakur)। জানা গিয়েছে, বর্তমানে তিনি কলকাতার বেলেঘাটা আইডি হাসপাতালে (Beliaghata ID Hospital) চিকিৎসাধীন।

ঠাকুরবাড়ির পক্ষ থেকে জানানো হয়েছে, দিনকয়েক আগে তিনি বর্ধমানে দলীয় প্রার্থীর হয়ে প্রচারে গিয়েছিলেন। পরদিন সোমবার উত্তর ২৪ পরগনার গোবরডাঙ্গায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা ছিল। সেই সভাতেও হাজির মমতা ঠাকুর। সেখানে তাপমাত্রা পরীক্ষার সময় চিকিৎসকদের সন্দেহ হয়। মুখ্যমন্ত্রীর সভামঞ্চে না উঠে চলে আসেন তিনি। পরে করোনা পরীক্ষায় রিপোর্ট পজিটিভ আসে।

Advt