করোনায় আক্রান্ত হয়ে প্রয়াত কবি শঙ্খ ঘোষ

0
1

করোনা কেড়ে নিল কবি শঙ্খ ঘোষকে। ৯০ বছর বয়সে চলে গেলেন শঙ্খ ঘোষ।

১২ এপ্রিল থেকে অসুস্থ ছিলেন তিনি। ছিল করোনার উপসর্গ। গত সপ্তাহে কোভিড পরীক্ষা করিয়েছিলেন কবি। ১৪ এপ্রিল বিকেলে রিপোর্ট এলে জানা যায়, তিনি সংক্রমিত হয়েছেন। দীর্ঘদিন ধরেই কবি বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন। চলতি বছরের জানুয়ারি মাসে হাসপাতালেও ভর্তিও হন তিনি।

করোনা আক্রান্ত হওয়ার পর বাড়িতেই আইসোলেশনে ছিলেন তিনি। কবি নিজেই হাসপাতালে যেতে চাননি। বাড়িতেই চিকিৎসা চলছিল তার। কিন্তু মঙ্গলবার রাতে আচমকাই তাঁর শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করে। বুধবার সকাল সাড়ে ১১ টা নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন কবি।

আরও পড়ুন-রাজ্য পুলিশ থেকে ইডি-সিবিআই, মামলার পাহাড়ে মুকুল, কৃষ্ণনগর বিরক্ত

শঙ্খ ঘোষের মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বলেন, “শঙ্খদার মৃত্যুতে শোকজ্ঞাপন করছি। তাঁর পরিবার এবং শুভানুধ্যায়ীদের সকলকে সমবেদনা জানাই। কোভিডে মারা গিয়েছেন শঙ্খদা। তা সত্ত্বেও যাতে রাষ্ট্রীয় সম্মানের সঙ্গে তাঁর শেষকৃত্য সম্পন্ন করা যায়, মুখ্যসচিবকে তেমন নির্দেশ দিয়েছি। তবে শঙ্খদা গান স্যালুট পছন্দ করতেন না। সেটা বাদ রাখছি।”

Advt