করোনায়( corona) আক্রান্ত মহেন্দ্র সিং ধোনির( mahendra singh dhoni) বাবা পান সিং এবং মা দেবকী দেবী। রাঁচির বেসরকারি হাসপাতালে ভর্তি করান হয়েছে তাঁদের।

এই মুহূর্তে আইপিএল খেলার জন্য চেন্নাই সুপার কিংস দলের সঙ্গে রয়েছেন ধোনি। পর পর ২ ম্যাচ জিতে লিগে তৃতীয় স্থানে রয়েছে সিএসকে। ৩ ম্যাচে ৪ পয়েন্ট তাঁদের। শেষ ম্যাচে ধোনির অধিনায়কত্ব প্রশংসিত হয়েছে। বুধবার কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে খেলতে নামবেন তিনি।
একদিকে ধোনি যখন আইপিএল খেলতে ব্যস্ত, তখন রাঁচির বাড়িতে বসেই করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন সিএসকে অধিনায়কের বাবা ও মা । তাঁদের ওই শহরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে খবর। ধোনির বাড়ির অন্যান্য সদস্যদের কোভিড টেস্ট করা হয়েছে বলে খবর।
আরও পড়ুন:করোনা মোকাবিলায় নাইট কার্ফু ত্রিপুরায়








































































































































